ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

ক্রিকেট

লাহোর বিস্ফোরণে আফগানদের পাকিস্তান সফর অনিশ্চিত

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৬ ঘণ্টা, মার্চ ৩১, ২০১৬
লাহোর বিস্ফোরণে আফগানদের পাকিস্তান সফর অনিশ্চিত ছবি: সংগৃহীত

ঢাকা: লাহোরের বিনোদন পার্কে সন্ত্রাসী হামলার জেরে অনিশ্চয়তার মুখে আফগানিস্তান ক্রিকেট দলের পাকিস্তান সফর। সেদেশের ক্রিকেট বোর্ডের (এসিবি) সঙ্গে চলমান আলোচনাও স্থগিত করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

নতুন করে নিরাপত্তা শঙ্কায় কেনিয়া নারী দলের পাকিস্তান সফরও বাতিল করা হয়েছে।

 

আগামী মাসে (এপ্রিল) তিন ম্যাচের ওডিআই সিরিজসহ একটি চারদিনের ম্যাচ খেলতে আফগানদের পাকিস্তানে উড়াল দেওয়ার একটা সম্ভাবনা ছিল। কিন্তু, লাহোরে গত রোববারের (২৭ মার্চ) ভয়াবহ হামলার পর সবকিছুতেই এখন অনিশ্চয়তা বিরাজ করছে।

গাদ্দাফি স্টেডিয়াম থেকে ১৫ মিনিট দূরত্বে ঘটিত মর্মান্তিক সন্ত্রাসী হামলায় ৭০ জনের বেশি মানুষ নিহত হন। তাই এপ্রিল ১৫ থেকে ৮ মে এই সময়ের মধ্যে লাহোর ও করাচি ভেন্যু দু’টিতে আফগানিস্তান-পাকিস্তান সিরিজ আয়োজনের লক্ষ্যটা আপাতত স্থগিত থাকছে।

২০০৯ সালের মার্চে শ্রীলঙ্কা টিম বাসে হামলার পর প্রথম আন্তর্জাতিক টিম হিসেবে পাকিস্তান সফর করেছিল আফগানিস্তান (২০১১ সালে)। কিন্তু, এখন পাকিস্তান সরকারই পিসিবিকে সিরিজ আয়োজনের বিরুদ্ধে পরামর্শ দিচ্ছে। ইএসপিএন ক্রিকইনফোর বরাত দিয়ে এমনটিই জানা গেছে।

সবশেষ গত বছর জিম্বাবুয়ের বিপক্ষে তিনটি ওয়ানডে ও দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজটি সফলভাবে সম্পন্ন করে পাকিস্তান। কিন্তু, পরে আরো কোনো আন্তর্জাতিক টিমকে আকৃষ্ট করতে পারেনি পিসিবি। ২০০৯ সালের মার্চের পর জিম্বাবুয়ে সিরিজ বাদে পাকিস্তান তাদের সবগুলো হোম ম্যাচই নিরপেক্ষ ভেন্যুতে খেলেছে, বেশিরভাগই সংযুক্ত আরব আমিরাতে।

বাংলাদেশ সময়: ১৬৪৮ ঘণ্টা, মার্চ ৩১, ২০১৬
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।