ঢাকা, সোমবার, ১২ মাঘ ১৪৩১, ২৭ জানুয়ারি ২০২৫, ২৬ রজব ১৪৪৬

ক্রিকেট

জয়রথে দোলেশ্বর, লজ্জার হার জামালের

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৭ ঘণ্টা, এপ্রিল ৩০, ২০১৬
জয়রথে দোলেশ্বর, লজ্জার হার জামালের ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর

ঢাকা: চলমান ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের (ডিপিএল) তৃতীয় রাউন্ডের ম্যাচে বড় জয় পেয়েছে প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাব। মাহমুদুল্লাহ রিয়াদের শেখ জামালকে ৮ উইকেটে হারিয়েছে ফরহাদ রেজার নেতৃত্বে খেলতে নামা দোলেশ্বর।

এর ফলে, টানা তৃতীয় ম্যাচেও জয় তুলে নিল তারা। আর প্রথম হারের স্বাদ পেল শেখ জামাল।

 

শনিবার (৩০ এপ্রিল) ফতুল্লার খান সাহেব ওসমান আলি স্টেডিয়ামে আগে ব্যাট করা শেখ জামালের জন্য এ ম্যাচটি ছিল লজ্জাজনক। ২৭.১ ওভারে অলআউট হওয়ার আগে তারা মাত্র ৯৯ রান সংগ্রহ করে। জবাবে, ২ উইকেট হারিয়ে ২০.১ ওভার ব্যাট করে জয় তুলে নেয় দোলেশ্বর।

 

ফরহাদ রেজা, রাকিবুল হাসান, রনি তালুকদার আর নাসির হোসেনদের নিয়ে সাজানো দোলেশ্বর নিজেদের প্রথম ম্যাচে ক্রিকেট কোচিং স্কুলকে ৮ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে দ্বিতীয় রাউন্ডের ম্যাচেও জয় তুলে নেয়। নিজেদের দ্বিতীয় ম্যাচে নাসির হোসেনের ৯৭ রানের দুর্দান্ত ইনিংসের সুবাদে কলাবাগান ক্রীড়া চক্রকে ৪ রানে হারায় তারা।

ইনফর্ম ব্যাটসম্যান মাহবুবুল করিম, মাহমুদুল্লাহ রিয়াদ, মার্শাল আইয়ুব আর সোহাগ গাজীদের নিয়ে সাজনো শেখ জামাল নিজেদের প্রথম ম্যাচে কলাবাগান ক্রিকেট একাডেমিকে ৮ উইকেটের বিশাল ব্যবধানে হারায়। দ্বিতীয় রাউন্ডের ম্যাচে শক্তিশালী আবাহনীকেও হারিয়েছিল শেখ জামাল। ফলে, প্রথমবারের মতো আসরে পরাজয়ের স্বাদ নিলো জামাল।

জামালের হয়ে দুই অঙ্কের দেখা পান দলপতি মাহমুদুল্লাহ রিয়াদ ও লঙ্কান অ্যাঞ্জেলো পেরেরা। রিয়াদ ২৪ আর পেরেরা ৩৩ রান করেন।

দোলেশ্বরের হয়ে সর্বোচ্চ চারটি উইকেট পান দলপতি ফরহাদ রেজা। তিনটি উইকেট তুলে নেন সাঞ্জামুল ইসলাম। আর দুটি উইকেট দখল করেন আল আমিন হোসেন। নাসির হোসেন ৫.১ ওভারে ৯ রান খরচ করে একটি উইকেট পান।

১০০ রানের টার্গেটে ব্যাটিংয়ে নেমে দোলেশ্বরের ওপেনার ইমতিয়াজ হোসেন রানের খাতা খোলার আগেই ফেরেন। আরেক ওপেনার রনি তালুকদার ১৭ রান করে বিদায় নেন। রাকিবুল হাসান অপরাজিত থেকে করেন ৫৩ রান। আর চামারা সিলভা ২৭ রান করে অপরাজিত থাকেন।

২০.১ ওভারে ১০১ রান তুলে জয়ের বন্দরে পৌঁছে যায় দোলেশ্বর।

বাংলাদেশ সময়: ১৩৩৬ ঘণ্টা, ৩০ এপ্রিল ২০১৬
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।