ঢাকা, মঙ্গলবার, ১৪ মাঘ ১৪৩১, ২৮ জানুয়ারি ২০২৫, ২৭ রজব ১৪৪৬

ক্রিকেট

ইনজুরড প্রিমিয়ার লিগ (আইপিএল)

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮২৩ ঘণ্টা, মে ৪, ২০১৬
ইনজুরড প্রিমিয়ার লিগ (আইপিএল) ছবি: সংগৃহীত

ঢাকা: চলমান ইন্ডিয়ান প্রিমিয়ার লিগকে (আইপিএল) ইনজুরড প্রিমিয়ার লিগ বললে ভুল হবে না। আইপিএলের নবম এই আসর থেকে ইনজুরির কারণে ছিটকে পড়েছেন বিশ্বসেরা অনেক ক্রিকেট তারকারা।

যার বেশির ভাগ কোপটাই গেছে অস্ট্রেলিয়ানদের উপর দিয়ে।

 

ইনজুরির কারণে মোট ১৩ ক্রিকেটারের মধ্যে এবারের আসরে ছয় অজি ক্রিকেটার নিজেদের নিয়ে পড়েছেন শঙ্কায় আইপিএল খেলতে এসে। ওয়েস্ট ইন্ডিজের দুই ক্রিকেটার ছাড়াও এবারের আসরে খেলা হয়নি কিংবা হচ্ছেনা দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড ও শ্রীলঙ্কার একজন করে। বাকি দু’জন ভারতের। তবে, তাদের একজন শঙ্কা কাটিয়ে আবারো মাঠে নেমেছেন আর একজন মাঠে নামার অপেক্ষায় রয়েছেন।

ভারতের এই দুই ক্রিকেটার হলেন যুবরাজ সিং এবং আশিষ নেহারা। দু’জনই এবারের আসরে একই দলে নাম লিখিয়েছেন। সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে নেহারা প্রথম দিকে ইনজুরিতে পড়লেও কয়েক ম্যাচ বাদে আবারো একাদশে ফিরেছেন। তবে, এবারের আসরে প্রথম থেকে এখনও মাঠে নামা হয়নি যুবরাজের।

অজি ক্রিকেটারের মধ্যে ইনজুরিতে পড়ে আইপিএল থেকে ছিটকে গেছেন পুনের স্টিভেন স্মিথ, মিচেল মার্শ, বেঙ্গালুরুর মিচেল স্টার্ক, কলকাতা জন হ্যাস্টিংস, দিল্লির জোয়েল প্যারিস আর পাঞ্জাবের শন মার্শ।

ইনজুরিতে ছিটকে পড়া দুই ক্যারিবীয়ান হলেন মুম্বাইয়ে নাম লেখানো লিন্ডল সিমন্স আর বেঙ্গালুরুর স্যামুয়েল বদ্রি। এছাড়া ইংলিশ তারকা পুনের হয়ে খেলতে আসা কেভিন পিটারসেন ও দক্ষিণ আফ্রিকার ব্যাটসম্যান ফাফ ডু প্লেসিস ইনজুরিতে পড়ে দেশে ফিরেছেন।

মুম্বাইয়ের হয়ে আরেকবার নাম লেখানো শ্রীলঙ্কান পেসার লাসিথ মালিঙ্গা এবারে কোনো ম্যাচেই খেলতে পারেননি।

বাংলাদেশ সময়: ০৮২১ ঘণ্টা, ০৪ মে ২০১৬
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।