ঢাকা, শুক্রবার, ২ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

ক্রিকেট

অ্যামব্রোসকে সরিয়ে ক্যারিবীয়ান বোর্ডে ইস্টউইক

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৫ ঘণ্টা, মে ১৪, ২০১৬
অ্যামব্রোসকে সরিয়ে ক্যারিবীয়ান বোর্ডে ইস্টউইক কার্টলি অ্যামব্রোস-ছবি:সংগৃহীত

ঢাকা: ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দলের পরামর্শক হিসেবে সরিয়ে দেওয়া হলো কার্টলি অ্যামব্রোসকে। ক্যারিবীয় ক্রিকেট বোর্ডের এক ঘোষণায় তার পরিবর্তে বার্বাডোজের সাবেক ফাস্ট বোলার রডেরিক ইস্টউইককে দায়িত্ব দেওয়া হয়।

 

আগামী ১৯ মে থেকে ক্যারিবীয়দের প্রস্তুতি ক্যাম্প শুরু হচ্ছে। আর সেখানেই নিজের প্রথম অ্যাসাইনমেন্ট পাচ্ছেন ইস্টউইক। ৩ জুন থেকে শুরু হওয়া ঘরের মাঠে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকাকে নিয়ে ত্রিদেশিয় সিরিজে মূল দায়িত্ব নেবেন তিনি।

 

এদিকে ঠিক কি কারণে অ্যামব্রোসকে সরিয়ে দেওয়া হয়েছে তা জানায়নি ক্যারিবীয় বোর্ড। শেষ তিন বছর তিনি দলের সঙ্গে কাজ করছেন। তার অধীনে সর্বশেষ ভারতের মাটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতে ওয়েস্ট ইন্ডিজ।

ইস্টউইক বার্বাডোজের হয়ে প্রথম শ্রেণির ক্রিকেট খেলেছেন। তবে ওয়েস্ট ইন্ডিজ জাতীয় দলের হয়ে তিনি কোনো ম্যাচ খেলেননি।

বাংলাদেশ সময়: ১৩৪৩ ঘণ্টা, ১৪ মে, ২০১৬
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।