ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

গোলাপি বলে ওয়ার্নারের ‘ওয়ার্নিং’

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৭ ঘণ্টা, মে ১৪, ২০১৬
গোলাপি বলে ওয়ার্নারের ‘ওয়ার্নিং’ ডেভিড ওয়ার্নার-ছবি:সংগৃহীত

ঢাকা: দিবা-রাত্রির টেস্ট ও গোলাপি বলের খেলাকে জনপ্রিয় করতে কঠোর পরিশ্রম করে যাচ্ছে ক্রিকেট অস্ট্রেলিয়া। গত বছর ঘরের মাঠ অ্যাডিলেডে নিউজিল্যান্ডের বিপক্ষে ইতিহাসের প্রথম দিবা-রাত্রির ম্যাচ খেলে ‍অজিরা।

যেখানে দর্শকদের থেকে বেশ সাড়া পায় ভিন্ন ধরনের ম্যাচটি।

 

গোলাপি বলের ম্যাচকে আরও সফল করতে ২০১৬-১৭ মৌসুমে দক্ষিণ আফ্রিকা ও পাকিস্তানের বিপক্ষে হোম সিরিজে একটি করে টেস্টের সূচিও রাখে অস্ট্রেলিয়া। তবে বাধ সাধে প্রোটিয়ারা। দেশটির ক্রিকেট বোর্ড এখনও ফ্লাডলাইটের নিচে খেলার ব্যাপারে কোন ইতিবাচক মন্তব্য করেনি।

এদিকে অজিরা যখন গোলাপি বলের খেলাকে আরও সফল করার চেষ্টা করছে, ঠিক তখনই উল্টো পথে হাঁটছেন দলটির সহ-অধিনায়ক ডেভিড ওয়ার্নার। অজি এই তারকা ক্রিকেট বিশ্বকে সতর্ক করে জানান, ‘এই আইডিয়াটি দারুণ। তবে এখানে লাল বলে খেলা হচ্ছে না। গোলাপি বল, লাল বলের মতো চকচকে করা যায় না। ’

তিনি আরও জানান, ‘গোলাপি বল রাতের আলোতে দেখতে সমস্যা হয়। বিশেষ করে যারা বাউন্ডারি লাইনে থাকে তাদের জন্য খুবই সমস্যা হয়। গত বছর যে বলটি ব্যবহার করা হয়েছিল, ব্যাটসম্যানরা সেটির সিম দেখতে পারেনি। আর এমন হলে বল কোন দিকে সুইং করবে বোঝাটা মুশকিল। ’

ওয়ার্নার বর্তমানে আইপিএলের দল সানরাইজার্স হায়দ্রাবাদের অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন।

বাংলাদেশ সময়: ১৫৪৫ ঘণ্টা, ১৪ মে, ২০১৬
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।