ঢাকা, শুক্রবার, ২ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

ক্রিকেট

কোহলি-ভিলিয়ার্স তাণ্ডবে উড়ে গেল গুজরাট

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৫ ঘণ্টা, মে ১৪, ২০১৬
কোহলি-ভিলিয়ার্স তাণ্ডবে উড়ে গেল গুজরাট ছবি: সংগৃহীত

ঢাকা: বিরাট কোহলি-এবিডি ভিলিয়ার্স ঝড়ের পর যোগেন্দ্র চাহাল-ক্রিস জর্ডান-শচীন বেবির দুর্দান্ত বোলিংয়ে সহজ জয় পেয়েছে রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। গুজরাট লায়ন্সকে ১৪৪ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে কোহলি বাহিনী।

 

আগে ব্যাট করে বেঙ্গালুরুর ছুঁড়ে দেওয়া ২৪৯ রানের টার্গেটে ব্যাটিংয়ে নেমে গুজরাট ১৮.৪ ওভারে মাত্র ১০৪ রানে গুটিয়ে যায়।

সন্তানসম্ভবা স্ত্রীর পাশে থাকতে আইপিএলের ৪৪তম ম্যাচে খেলেননি গুজরাট লায়ন্সের নিয়মিত অধিনায়ক সুরেশ রায়না। দলপতির দায়িত্ব পাওয়া ব্রেন্ডন ম্যাককালাম টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন। সেখানেই হয়তো ভুল করেছিলেন কিউইদের সাবেক এই দলপতি!

বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে নিজেদের মাঠে খেলতে নেমে গুজরাটের বোলারদের উপর দিয়ে স্টিমরোলার চালান স্বাগতিক ব্যাটসম্যান বিরাট কোহলি আর এবিডি ভিলিয়ার্স।

টস হেরে ব্যাটিংয়ে নেমে বেঙ্গালুরু নির্ধারিত ২০ ওভারে তিন উইকেট হারিয়ে তোলে ২৪৮ রান। শতক হাঁকান কোহলি-ভিলিয়ার্স দু’জনই। ডাবল শতক হাঁকিয়েছে তাদের দ্বিতীয় উইকেটের জুটিটিও (২২৯ রান ৯৬ বল)।

বেঙ্গালুরুর ওপেনার ক্রিস গেইল এ ম্যাচেও ব্যর্থ। মাত্র ৬ রান করে সাজঘরে ফেরেন তিনি। আরেক ওপেনার কোহলি খেলেন ১০৯ রানের দুর্দান্ত এক ইনিংস। তার ৫৫ বলে সাজানো ইনিংসে ছিল ৫টি বাউন্ডারি আর ৮টি ওভার বাউন্ডারি। ১৯৮.১৮ স্ট্রাইকরেটে শতক হাঁকাতে খেলেন ৫৩ বল। এই আসরে এটি কোহলির তৃতীয় শতক। ইনিংসের শেষ ওভারে বিদায় নেন কোহলি।

কোহলিকেও ছাড়িয়ে যান প্রোটিয়া ব্যাটসম্যান ভিলিয়ার্স। ১২৯ রান করে অপরাজিত থাকেন তিনি। ৫২ বলে ২৪৮.০৭ স্ট্রাইকরেটে ভিলিয়ার্স তার ইনিংস সাজান। ১০টি চারের সঙ্গে এই প্রোটিয়ার ইনিংসে ছিল ১২টি ছক্কার মার। ৪৩ বলে শতকের ঘর স্পর্শ করেন তিনি।

কোহলি-ভিলিয়ার্স তাণ্ডবে বেঙ্গালুরু ১৬তম ওভারে ২৩, ১৭তম ওভারে ১৪, ১৮তম ওভারে ৩০ আর ১৯তম ওভারে আরও ৩০ রান তুলে নেয়।

কোহলি-ভিলিয়ার্স তাণ্ডব এতটাই বেশি ছিল যে গুজরাট দলপতি ম্যাককালাম সাতজন বোলারকে ঘুরিয়ে-ফিরিয়ে বোলিং আক্রমণে আনেন। এক রবীন্দ্র জাদেজা (৮.৫০ ইকোনমি) ছাড়া বাকি সব বোলারই এগারোর উপরে ইকোনমি রেখে বোলিং শেষ করেছেন।

২৪৯ রানের টার্গেটে ব্যাটিংয়ে নেমে গুজরাটের ডোয়াইন স্মিথ ৭, ম্যাককালাম ১১, জাদেজা ২১, দিনেশ কার্তিক ২, অ্যারন ফিঞ্চ ৩৭, ডোয়াইন ব্রাভো ১ রান করে বিদায় নেন।

বেঙ্গালুরুর হয়ে নয়জন বল করেন। ৪ ওভারে ১৯ রান দিয়ে তিনটি উইকেট পান চাহাল। ৩ ওভারে ১১ রান খরচ করে চারটি উইকেট নেন জর্ডান। মাত্র ৪ বল করে ৪ রান দিয়ে দুটি উইকেট তুলে নেন বেবি।

বাংলাদেশ সময়: ২০১৪ ঘণ্টা, ১৪ মে ২০১৬
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।