ঢাকা, শুক্রবার, ২ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

ক্রিকেট

আবাহনীর ডেরায় আরেক ভারতীয়

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১০ ঘণ্টা, মে ১৫, ২০১৬
আবাহনীর ডেরায় আরেক ভারতীয়

ঢাকা: প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে তামিম ইকবালের আবাহনীর হয়ে খেলতে ঢাকায় এসেছেন ভারতীয় ক্রিকেটার মনোজ তিওয়ারি। আগামীকাল (১৬ মে) ফতুল্লায় কলাবাগান ক্রিকেট একাডেমির বিপক্ষে সপ্তম রাউন্ডের ম্যাচে আবাহনীর জার্সি গায়ে নামবেন এ ডানহাতি ব্যাটসম্যান।

আবাহনীর ক্লাব অফিশিয়াল এটি নিশ্চিত করেছেন।

 

চলমান লিগে এ নিয়ে আবাহনীর ডেরায় তিন ভারতীয় ক্রিকেটারের অভিষেক হচ্ছে। এর আগে আবাহনীতে খেলে যান উদয় কাউল ও মানভিন্দর বিসলা।

 

ব্যাটিংয়ে মিডল অর্ডারে ঘাটতিটা আবাহনী টের পেয়েছিল প্লেয়ার্স ড্রাফটের পরই। বিদেশি ক্রিকেটার দিয়ে তা পূরণের প্রয়াস লিগের শুরু থেকেই চালিয়েছে দলটি। লিগের শুরুতেই ভারত থেকে উড়িয়ে আনা হয় উদয় কাউলকে।
 
প্রথম ‍চার ম্যাচ খেলা বাঁহাতি উদয় আবাহনীকে ভালোই সাপোর্ট দেন। ব্যাট হাতে চার ম্যাচে করেন ১৬৯ রান (৪৪*, ৬৩, ৫৯, ৩)। পরের দুই ম্যাচ খেলেন মানভিন্দর বিসলা।   পাঞ্জাবের এ ক্রিকেটার দুই ম্যাচে করেন ৫০ রান (২৭ ও ২৩)। মিরপুরে আবানীর সর্বশেষ ম্যাচে মোহামেডানের বিপক্ষে হারের পরই বিসলা দেশে ফিরে গেছেন। এখন মনোজ তিওয়ারি পারবেন কিনা আবাহনীর ভাগ্য ফেরাতে সেটাই দেখার বিষয়।

শক্তিশালী দল গড়েও এবারের লিগে সুবিধা করতে পারছে না দেশের এতিহ্যবাহী ক্লাবটি। ছয় ম্যাচে মাত্র তিনটিতে জয় পেয়েছে তারা। পয়েন্ট টেবিলে তাদের অবস্থান সাতে। সুপার লিগে উঠতে হলে শেষ পাঁচ ম্যাচের অন্তত তিনটিতে জয় পেতেই হবে আবাহনীকে।

বাংলাদেশ সময়: ১৬০৯ ঘণ্টা, ১৫ মে ২০১৬
এসকে/এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।