ঢাকা, শুক্রবার, ২ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

ক্রিকেট

ফুটবল শুদ্ধকরণে ভারতের বিচারপতি মুদগাল

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৫ ঘণ্টা, মে ১৫, ২০১৬
ফুটবল শুদ্ধকরণে ভারতের বিচারপতি মুদগাল

ঢাকা: ক্রিকেটের পর এবার ফুটবল শুদ্ধকরণে নামলেন ভারতের সাবেক প্রধান বিচারপতি মুকুল মুদগাল। বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা, ফিফার গভর্ন্যান্স কমিটির ডেপুটি চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন তিনি।

 

মেক্সিকোতে অনুষ্ঠিত ফিফা কংগ্রেসে এই সিদ্ধান্ত নেওয়া হয়। ইতোমধ্যেই ভারতীয় এই বিচারপতিকে অফিসিয়াল চিঠি পাঠিয়েছে ফিফা।

বিচারপতি মুকুল মুদগাল এর আগে আইপিএলের ফিক্সিং কাণ্ডে জড়িতদের বিচারকার্য সম্পন্ন করেছিলেন।

ফুটবলের উন্নয়নে ফিফা কিভাবে ভাবে চালানো হচ্ছে, আরও কিভাবে এর উন্নতি করা যায় এসব নিয়ে কাজ করবেন মুকুল মুদগাল।

গুরুদায়িত্ব পাওয়ার পর মুকুল মুদগাল জানান, প্রথমত আমি ফিফার ওয়েবসাইটে বিষয়টি দেখেছি। পরে তারা আমাকে অফিসিয়ালি চিঠি পাঠিয়েছে। একজন ভারতীয় বিচারপতি হিসেবে ফিফার সঙ্গে কাজ করতে পারায় গর্ব অনুভব করছি। ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাকে অনেক ধন্যবাদ।

সম্প্রতি মুকুল মুদগালকে এশিয়ান ফুটবল ফেডারেশনের (এএফসি) গভর্ন্যান্স কমিটির ডেপুটি চেয়ারম্যান নির্বাচিত করা হয়। আগামী জুনে এএফসির সভায় তিনি যোগ দেবেন। ফিফার কংগ্রেসে গর্ভন্যান্স কমিটির প্রধান হিসেবে পর্তুগিজ মিগুয়েল মাদুরোর নাম ঘোষণা করা হয়।

বাংলাদেশ সময়: ১৭৩৪ ঘণ্টা, ১৫ মে ২০১৬
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।