ঢাকা, শুক্রবার, ২ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

ক্রিকেট

প্লে-অফ নিশ্চিত করলো মুস্তাফিজরা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১২ ঘণ্টা, মে ১৫, ২০১৬
প্লে-অফ নিশ্চিত করলো মুস্তাফিজরা ছবি: সংগৃহীত

ঢাকা: আইপিএলের ৪৬তম ম্যাচে কিংস ইলেভেন পাঞ্জাবের বিপক্ষে ৭ উইকেটে জিতেছে সানরাইজার্স হায়দ্রাবাদ। আর এ ম্যাচ জিতে চলতি আসরের প্রথম দল হিসেবে প্লে-অফ নিশ্চিত করলো টাইগার পেসার মুস্তাফিজের দল।

 

১২ ম্যাচে আটটি জয় নিয়ে সর্বোচ্চ ১৬ পয়েন্ট অর্জন করেছে ডেভিড ওয়ার্নারের দলটি।

 

মোহালির আইএস বিন্দ্রা স্টেডিয়ামে আগে ব্যাট করে কিংস ইলেভেন পাঞ্জাব নির্ধারিত ২০ ওভারে তোলে ১৭৯ রান। জবাবে ১৯.৪ ওভার ব্যাট করে ৩ উইকেট হারানো হায়দ্রাবাদ জয় তুলে নেয়।

পাঞ্জাবের হয়ে ইনিংস সর্বোচ্চ ৯৬ রান করেন প্রোটিয়া তারকা হাশিম আমলা। ৫৬ বল মোকাবেলা করে ১৪টি চার আর দুটি ছক্কায় আমলা তার ইনিংসটি সাজান। এছাড়া, রিদ্ধিমান সাহা ও গুরকিরাত সিং দু’জনই করেন ২৭ রান। ২০ রান আসে ডেভিড মিলারের ব্যাট থেকে।

হায়দ্রাবাদের হয়ে ৪ ওভারে ৩২ রান খরচায় দুটি উইকেট তুলে নেন ভুবনেশ্বর কুমার। মুস্তাফিজ ৪ ওভার বল করে ৩২ রানের বিনিময়ে তুলে নেন একটি উইকেট। বাকি উইকেটটি পান হেনরিকস।

১৮০ রানের টার্গেটে ব্যাটিংয়ে নেমে হায়দ্রাবাদের ওপেনার ডেভিড ওয়ার্নার হিট আউট হওয়ার আগে করেন ৪১ বলে ৫২ রান। আরেক ওপেনার শিখর ধাওয়ান ২২ বলে ২৫ রান করে বিদায় নেন। দীপক হুদার ব্যাট থেকে আসে ৩৪ রান।

২৪ বলে তিনটি করে চার ও ছক্কায় ৪২ রান করে অপরাজিত থাকেন যুবরাজ সিং। ১১ বলে ২১ রান করে অপরাজিত থাকেন বেন কাটিং।

বাংলাদেশ সময়: ২০১০ ঘণ্টা, ১৫ মে ২০১৬
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।