ঢাকা, শুক্রবার, ২ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

ক্রিকেট

ক্যারিবীয়দের বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ খেলবে আফগান

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩৩ ঘণ্টা, জুলাই ২৬, ২০১৬
ক্যারিবীয়দের বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ খেলবে আফগান ছবি:সংগৃহীত

ঢাকা: ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথমবারের মতো পূর্ণাঙ্গ সিরিজ খেলবে আফগানিস্তান। যেখানে পাঁচ ম্যাচের ওয়ানডে ও তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে ২০১৭ সালের জুনে ক্যারিবীয়ানে সফর করবে দলটি।

জিম্বাবুয়ের পর টেস্ট সদস্য দল হিসেবে এটিই তাদের প্রথম পূর্ণাঙ্গ সিরিজ।

ঘোষণায় এখনও দিন-তারিখ নির্ধারণ হয়নি। তবে আফগানিস্তান ক্রিকেট বোর্ডের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয় সিরিজটি জুনের মাঝামাঝি পর্যায়ে শুরু হবে।

আইসিসি’র মূল সদস্য হিসেবে এর আগে জিম্বাবুয়ের বিপক্ষে দুটি সিরিজ খেলেছিল আফগানরা। ২০১৫ সালে জিম্বাবুয়ে সফরে পাঁচ ম্যাচের ওয়ানডে ও দুটি টি-২০ খেলেছিল। যেখানে মূল সদস্য কোন দলের বিপক্ষে প্রথম জয় পায় তারা। পরে সংযুক্ত আরব আমিরাতে ফিরতি সিরিজেও জয় পায় তারা।

ক্রিকেট বিশ্বে নতুন পরাশক্তি হিসেবে ভাবা হচ্ছে আফগানদের। যদিও দেশটি নানা জটিলতার কারণে নিজেদের মাটিতে কোন ম্যাচ আয়োজন করতে পারছে না। সর্বশেষ তারা ক্যারিবীয়দের বিপক্ষে মার্চে টি-২০ বিশ্বকাপের সুপার টেনে’র ম্যাচে ছয় রানে জয় পেয়েছিল।

বাংলাদেশ সময়: ১১৩০ ঘণ্টা, ২৬ জুলাই, ২০১৬
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।