ঢাকা, শুক্রবার, ২ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

ক্রিকেট

এক ম্যাচ পরেই শীর্ষে থাকা ইয়াসিরের পতন

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪২ ঘণ্টা, জুলাই ২৬, ২০১৬
এক ম্যাচ পরেই শীর্ষে থাকা ইয়াসিরের পতন ছবি: সংগৃহীত

ঢাকা: এক ম্যাচ পরেই মুদ্রার ওপিঠ দেখে ফেললেন পাকিস্তানি লেগ স্পিনার ইয়াসির শাহ। ওল্ড ট্রাফোর্ড টেস্টে খরুচে বোলিং করে মাত্র এক উইকেট পাওয়ায় টেস্ট বোলিং র‌্যাংকিংয়ে এক নম্বর থেকে নেমে গেলেন পাঁচে।

অন্যদিকে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুর্দান্ত বোলিং করায় ক্যারিয়ারে দ্বিতীয়বারের মতো শীর্ষে উঠে এলেন ভারতের স্পিনার রবিচন্দ্রন অশ্বিন।

এর আগে পাকিস্তানের ইংল্যান্ড সফরে লর্ডস টেস্টে প্রথম ম্যাচেই বাজিমাত করেছিলেন ইয়াসির। তার ঘূর্ণিতে নাকাল ইংলিশরা উইকেট বিলিয়ে দিয়েছেন। সেই ম্যাচে ডানহাতি এ বোলারের প্রাপ্তি ছিল ১০ উইকেট। ফলে ক্যারিয়ারে প্রথমবারের মতো র‌্যাংকিংয়ে শীর্ষে উঠেন তিনি। তবে পরের ম্যাচেই ক্রিকেট বিশ্ব তার ধ্বস দেখলো।

এদিকে ২০১৫ সালে প্রথমবারের মতো শীর্ষ স্থান দখল করা অশ্বিন অ্যান্টিগা টেস্টের দ্বিতীয় ইনিংসে হয়ে ওঠেন ভয়ঙ্কর। একাই তুলে নেন ৭ উইকেট। তাই সিংহাসনটি আবারও ফেরত পান তিনি।

ওল্ড ট্রাফোর্ডে ইয়াসির অফফর্মে থাকলেও দুর্দান্ত করেছে স্বাগতিক বোলাররা। ফলে তিন থেকে দুইয়ে উঠে এসেছেন ইংলিশ বোলার জেমস অ্যান্ডারসন আর চার থেকে তিনে উন্নতি হয়েছে স্টুয়ার্ট ব্রডের। কিন্তু কোনো খেলার মধ্যে না থাকলেও ইয়াসিরের পতনে পাঁচ থেকে চারে উঠে এসেছেন দক্ষিণ আফ্রিকান ফাস্ট বোলার ডেল স্টেইন।

ক্যারিয়ারের সেরা র‌্যাংকিংয়ে উঠে এসেছেন আরেক ইংলিশ পেসার ক্রিস ওকস। তিনি ১০ ধাপ এগিয়ে ২৩ নম্বরে রয়েছেন। দ্বিতীয় ম্যাচে তিনি নেন সাত উইকেট। এর আগে লর্ডসে প্রথম টেস্টে ১১ উইকেট পেয়েছিলেন তিনি। র‌্যাকিংয়ের সেরা দশের পরের পাঁচ বোলার অপরিবর্তিত রয়েছেন।

র‌্যাংকিংয়ের শীর্ষ ১০ বোলার:

১। (+১) রবিচন্দ্রন অশ্বিন
২। (+১) জেমস অ্যান্ডারসন
৩। (+১) স্টুয়ার্ট ব্রড
৪। (+১) ডেল স্টেইন
৫। (-৪) ইয়াসির শাহ
৬। (-) রবীন্দ্র জাদেজা
৭। (-)ট্রেন্ট বোল্ট
৮। (-) জস হ্যাজেলউড
৯। (-) মরনে মরকেল
১০। (-) ভারনন ফিল্যান্ডার

বাংলাদেশ সময়: ১৬৪০ ঘণ্টা, ২৬ জুলাই, ২০১৬
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।