ঢাকা, শুক্রবার, ২ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

ক্রিকেট

মিউজিক ভিডিওতে মুশফিককে চান ‘হিরো আলম’

সাজ্জাদ খান, স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৯ ঘণ্টা, জুলাই ২৬, ২০১৬
মিউজিক ভিডিওতে মুশফিককে চান ‘হিরো আলম’ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর

ঢাকা: সিডি বিক্রেতা থেকে ক্যাবল নেটওয়ার্ক ব্যবসা। আশরাফুল আলম থেকে মানুষের কাছে পরিচিত হতে লাগলেন ‘ডিশ আলম’ নামে।

এর পরের গল্পটা অনেকেরই জানা। প্রায় ৫০০ মিউজিক ভিডিও তৈরি করে ফেসবুক, ইউটিউবে সাড়া ফেলে দিয়েছেন আলম।

নামও বদলেছে তার। অভাব-অনটনের মধ্যে দিয়ে বড় হওয়া বগুড়ার সেই আলম এখন ‘হিরো আলম’ নামে পরিচিতি পেয়েছেন সর্বমহলে।

মিউজিক ভিডিওতে আলম নিজেই মডেল হন। চিত্রনাট্য, গান নির্বাচন, নায়িকা নির্বাচন-সব একাই করেন। ফেসবুক, ইউটিউবসহ বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে পড়েছে আলমের অসংখ্য ভিডিও। এবার তার নির্মিত মিউজিক ভিডিওতে মডেল হিসেবে সুযোগ দিতে চান বাংলাদেশ দলের টেস্ট অধিনায়ক মুশফিকুর রহিমকে।

এমন ইচ্ছার কথা শের-ই-বাংলা স্টেডিয়ামে এসে মুশফিককে জানিয়ে গেলেন হিরো আলম। মুশফিক অবশ্য আলমকে বলেছেন, ‘আপনিই তো হিরো, চাইলে আমি ভিলেনের চরিত্রে কাজ করতে পারি। ’

নিজ জেলার ক্রিকেটারকে ‍কাছে পেয়ে মনের কথা জানাতে পেরে দারুণ খুশি হিরো আলম, ‘বাংলাদেশ দলের মধ্যে মুশফিক আমার প্রিয় খেলোয়াড়। আমরা দু’জন একই জেলার। এর আগে কখনো দেখা হয়নি। আজ দেখা পেয়ে ভালো লাগছে। মুশফিক ভাইকে মডেল হতে বললাম, কিন্তু  সে ভিলেন হতে চায়। ’

শুধু মুশফিক নয়, জাতীয় দলের বেশ কয়েকজন ক্রিকেটারের সঙ্গে দেখা করেছেন হিরো আলম। তাসকিন আহমেদ, শাহরিয়ার নাফীস, নাসির হোসেন, এনামুল হক বিজয়, আল-আমিন হোসেন, নুরুল হাসান সোহানদের সঙ্গে কথা বলেছেন, ছবি তুলেছেন আলম। জাতীয় দলের ক্রিকেটারদের অনেকেই ইউটিউবে হিরো আলমের মিউজিক ভিডিও দেখেছেন। হিরো আলমকে এভাবেই আরও সামনে এগিয়ে যাওয়ার উৎসাহ দিয়েছেন তারা।

ছোটবেলায় অভাবে আলমের পরিবার তাকে আরেক পরিবারের হাতে তুলে দেয়। আলম চলে আসেন একই গ্রামের আব্দুর রাজ্জাকের বাসায়। আব্দুর রাজ্জাক তাকে ছেলের মতো করেই স্নেহ দিয়ে বড় করেন। আলমের পালক পিতা আব্দুর রাজ্জাকের সংসারেও নেমে আসে অভাব। ১৩-১৪ বছর বয়সেই আলমকে নেমে পড়তে হয় জীবিকা নির্বাহের তাগিদে।

সিডি বিক্রি থেকে আলম ডিশ ব্যবসায় হাত দিয়ে সফলতার মুখ দেখেন। এখন তার মাসে আয় ৭০-৮০ হাজার টাকা। স্ত্রী ও দুই সন্তান নিয়ে সুখেই আছেন আলম। নিজের স্বপ্নগুলো একে একে পূরণ করেই চলেছেন তিনি।

বাণিজ্যিকভাবে অন্য কারও নির্দেশনায় কাজ করার চিন্তা-ভাবনা নেই আলমের। এভাবে মিউজিক ভিডিও তৈরি করে মানুষকে বিনোদন দিতে চান তিনি। গাড়ি, বাড়ি করার স্বপ্ন না থাকলেও আছে বগুড়ায় অনাথ আশ্রম করার এক মহতী স্বপ্ন। শৈশবে নিজ বাবা-মা’র কোলে-পিঠে চড়ে বড় হতে না পারার দুঃখ এখনও তাড়া করে বেড়ায় আলমকে।

বাংলাদেশ সময়: ১৭৪৫ ঘণ্টা, ২৬ জুলাই ২০১৬
এসকে/এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।