ঢাকা, শুক্রবার, ২ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

ক্রিকেট

মোস্তাফিজকে ছাড়াই মাঠে নামছে সাসেক্স

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫৪ ঘণ্টা, জুলাই ২৭, ২০১৬
মোস্তাফিজকে ছাড়াই মাঠে নামছে সাসেক্স ছবি: সংগৃহীত

ঢাকা: ইনজুরি ও ফিটনেস সমস্যা কাটিয়ে ইংল্যান্ডে গিয়ে আবারো একই সমস্যায় ভুগছেন মোস্তাফিজুর রহমান! গ্লোচেস্টারশায়ারের পর হ্যাম্পশায়ারের বিপক্ষেও তার মাঠে নামা হচ্ছে না। টি-২০ ব্লাস্টে দুই ম্যাচ খেলে ফেললেও কাঁধের ইনজুরির কারণে রয়্যাল লন্ডন ওয়ানডে কাপে ‘কাটার মাস্টারের’ অভিষেকের অপেক্ষাটা আরেকটু দীর্ঘায়িত হচ্ছে।

মোস্তাফিজকে ছাড়াই হ্যাম্পশায়ারের মুখোমুখি হবে সাসেক্স। বুধবার (২৭ জুলাই) ইস্ট সাসেক্সের হোভ শহরের কাউন্টি গ্রাউন্ডে ম্যাচটি অনুষ্ঠিত হবে। খেলা শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টায়।

নিজেদের অফিসিয়াল ওয়েবসাইটে দেওয়া ম্যাচ প্রিভিউতে মোস্তাফিজের অনুপস্থিতির বিষয়টি নিশ্চিত করেছে সাসেক্স। তবে টি-২০ ফরমেটে গ্ল্যামরগানের বিপক্ষে বৃহস্পতিবারের (২৮ জুলাই) ম্যাচে বাংলাদেশের বোলিং বিস্ময়কে পাওয়ার ব্যাপারে তারা আশাবাদী। এর দু’দিন পর সমারসেটের বিপক্ষে ওয়ানডে কাপের ম্যাচ।

অনুশীলনে বাম কাঁধে চোট পান মোস্তাফিজ। এরই মধ্যে তার এমআরআই স্ক্যান করানো হয়েছে। তবে রিপোর্টে ভালো কিছু জানা যায়নি। সেটিই এখন উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। কাঁধে স্ল্যাপেই (সুপিরিয়র ল্যাব্রাম অ্যান্টেরিয়র অ্যান্ড পোস্টেরিয়র) সমস্যা ধরা পড়েছে বলে জানা যায়।

গত ২১ জুলাই কাউন্টি ক্রিকেটে নিজের অভিষেক ম্যাচেই পুরো আলোটা নিজের করে নেন মোস্তাফিজ। দুর্দান্ত বোলিংয়ে জিতে নেন ম্যাচ সেরার পুরস্কার। চার ওভারে ২৩ রানের বিনিময়ে চার উইকেট। তবে সারের বিপক্ষে পরের ম্যাচে হারের স্বাদ নেয় সাসেক্স।

ওয়ানডে টুর্নামেন্টের পয়েন্ট টেবিলে সাসেক্সের অবস্থা শোচনীয়ই বলা চলে। ১৮ টিমের মধ্যে ৯ দলের সাউথ গ্রুপে তাদের অবস্থান তলানিতে। পাঁচ ম্যাচের একটিতে জয়ের বিপরীতে চার ম্যাচেই হার। অন্যদিকে, টি-২০ ব্লাস্টে ১৩ ম্যাচ শেষে পাঁচ জয় ও ছয় পরাজয়ে ১২ পয়েন্ট নিয়ে ছয় নম্বরে সাসেক্স। বাকি দুই ম্যাচ পরিত্যক্ত।

হ্যাম্পশায়ার ম্যাচের সাসেক্স স্কোয়াড: লুক রাইট (অধিনায়ক), জোফরা আর্চার, উইল বিয়ার, বেন ব্রাউন, ড্যানি ব্রিগস, ক্রেইগ চাচোপা, হ্যারি ফিঞ্চ, জর্জ গার্টন, ক্রিস জর্ডান, এড জয়েস, ক্রিস ন্যাশ, ফিল সল্ট, আজমল শাহজাদ।

বাংলাদেশ সময়: ১০৫৩ ঘণ্টা, জুলাই ২৭, ২০১৬
এমআরএম

** 
সুসংবাদ নেই মোস্তাফিজের রিপোর্টে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।