ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

মোস্তাফিজের আরেকটি এমআরআই পরীক্ষা

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪২ ঘণ্টা, জুলাই ২৭, ২০১৬
মোস্তাফিজের আরেকটি এমআরআই পরীক্ষা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম-ফাইল ফটো

ঢাকা: সাসেক্সের হয়ে মোস্তাফিজের রহমানের আর মাঠে নামা হবে কিনা তা নিয়ে শঙ্কা বাড়ছেই! অনুশীলনে বাম কাঁধে চোট পাওয়া মোস্তাফিজের চিকিৎসা সম্পর্কে নিশ্চিত হতে আরেকটি এমারআই পরীক্ষা করা হবে বলে জানা গেছে।

কাউন্টির এবারের মৌসুমে তার আর কোনো ম্যাচ খেলার সম্ভাবনা কম।

বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস বুধবার (২৭ জুলাই) দুপুরে সংবাদমাধ্যমকে এ তথ্য দেন।

জালাল ইউনুস বলেন, ‘মোস্তাফিজের আরেকটি এমআরআই করানো হবে। সেই রিপোর্টের ভিত্তিতে বিসিবির ডাক্তার-ফিজিওর সঙ্গে কথা বলে সিদ্ধান্ত নেয়া হবে। সাসেক্সের হয়ে খেলার সম্ভাবনা খুবই কম মোস্তাফিজের। ’

প্রথম এমআরআই স্ক্যানের রিপোর্টই উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। কাঁধে স্ল্যাপেই (সুপিরিয়র ল্যাব্রাম অ্যান্টেরিয়র অ্যান্ড পোস্টেরিয়র) সমস্যা ধরা পড়েছে বলে জানা যায়। তবে সাসেক্সের পক্ষ থেকে এখনো বিস্তারিত কিছু জানানো হয়নি।

গত ২১ জুলাই কাউন্টি ক্রিকেটে অভিষেক ঘটে মোস্তাফিজের। অভিষেকেই নায়কের আসনে বসেন ‘কাটার মাস্টার’। দুর্দান্ত বোলিংয়ে জিতে নেন ম্যাচ সেরার পুরস্কার। চার ওভারে ২৩ রানের বিনিময়ে চারটি উইকেট তুলে নেন ২০ বছর বয়সী এ বোলিং বিস্ময়। তবে সারের বিপক্ষে পরের ম্যাচে হারের স্বাদ নেয় সাসেক্স।

টি-২০ ব্লাস্ট লিগে দুই ম্যাচ খেলে ফেললেও মোস্তাফিজের রয়্যাল লন্ডন ওয়ানডে কাপে অভিষেকের অপেক্ষাটা দীর্ঘায়িত হচ্ছে। ইনজুরির কারণে গ্লোচেস্টারশায়ারের পর হ্যাম্পশায়ারের বিপক্ষেও তার মাঠে নামা হচ্ছে না। বুধবার (২৭ জুলাই) ইস্ট সাসেক্সের হোভ শহরের কাউন্টি গ্রাউন্ডে মোস্তাফিজকে ছাড়াই হ্যাম্পশায়ারের মুখোমুখি হবে সাসেক্স। বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টায় ম্যাচটি শুরু হবে।

বাংলাদেশ সময়: ১৪৪০ ঘণ্টা, জুলাই ২৭, ২০১৬
এসকে/এমআরএম

** 
সুসংবাদ নেই মোস্তাফিজের রিপোর্টে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।