ঢাকা: পাল্লেকেলে টেস্টে শ্রীলঙ্কার প্রথম ইনিংসে ধ্বসের পর অস্ট্রেলিয়া লিড নিলেও খুব একটা সুবিধে করতে পারেনি। তবে দ্বিতীয় দিন শেষে স্বাগতিকদের দ্বিতীয় ইনিংসের শুরুতেই আঘাত হানে অজিরা।
৬৬ রানে দুই উইকেট হারানো সফরকারী অস্ট্রেলিয়া দ্বিতীয় দিন আবারো ব্যাটিংয়ে নামে। তবে হেরাথ ও অভিষিক্ত সানদাকানের ঘূর্ণিতে ১২৩ রানের বেশি যোগ করতে পারেনি তারা। দলের হয়ে সর্বোচ্চ ৪৭ রান করেন মিডলঅর্ডার ব্যাটসম্যান অ্যাডাম ভোজেস।
লঙ্কান বোলারদের মধ্যে চারটি করে উইকেট তুলে নেন রঙ্গণা হেরাথ ও লাকশান সানদাকান। বাঁহাতি লেগ স্পিনার হিসেবে অভিষেকে চার উইকেট পেয়ে রেকর্ডও গড়েছেন সানদাকান। এছাড়া দুটি উইকেট তুলে নেন পেসার নুয়ান প্রদিপ।
স্বাগতিক শ্রীলঙ্কা নিজেদের দ্বিতীয় ইনিংসে নেমে আবারও ব্যর্থ হয়। দলীয় তৃতীয় ওভারে কুশাল পেরেরাকে এলবিডব্লিউর ফাঁদে ফেলেন মিচেল স্টাক। পরে আর কোন ব্যাটসম্যান মাঠে নামার আগে আম্পায়ার দ্বিতীয় দিনের খেলার সমাপ্তি ঘোষণা করেন।
শ্রীলঙ্কা নিজেদের প্রথম ইনিংসে মাত্র ১১৭ রানে গুটিয়ে গিয়েছিল।
বাংলাদেশ সময়: ১৮৫৮ ঘণ্টা, ২৭ জুলাই, ২০১৬
এমএমএস