ঢাকা, মঙ্গলবার, ১৪ মাঘ ১৪৩১, ২৮ জানুয়ারি ২০২৫, ২৭ রজব ১৪৪৬

ক্রিকেট

ফিরে যাচ্ছেন আকিব জাভেদ

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৭ ঘণ্টা, আগস্ট ৫, ২০১৬
ফিরে যাচ্ছেন আকিব জাভেদ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর (ফাইল ফটো)

ঢাকা: এইচপি ক্যাম্পের পেসারদের পরামর্শক হয়ে এক সপ্তাহের জন্য ঢাকায় আসেন পাকিস্তানের সাবেক ফাস্ট বোলার আকিব জাভেদ। গত শুক্রবার (২৯ জুলাই) বিকেলে ঢাকায় পৌঁছে শনিবার (৩১ জুলাই) সকাল থেকেই কাজে লেগে যান আকিব।

এর মাঝে জাতীয় দলের পেসারদের নিয়েও কাজ করেছেন তিনি। সপ্তাহ পেরিয়ে গেছে, এবার ফেরার পালা। সন্ধ্যায় করাচি ফিরে যাচ্ছেন আজকের দিনেই (৫ আগস্ট) চুয়াল্লিশে পা রাখা এই পেশাদার কোচ।

করাচির উদ্দ্যেশে রওয়ানা হওয়ার আগে বিসিবির দেশিয় কোচদের সঙ্গে নিজের কোচিং দর্শন  নিয়ে আলোচনা করেন একাডেমির সেমিনার কক্ষে। আকিব জাভেদের ক্লাসে ছিলেন ‍সারোয়ার ইমরান, দীপু রায় চৌধুরীসহ বিসিবি ও এইচপির দেশিয় কোচরা।

সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে আকিব জানান, ‘তাদের কোচিংয়ের (দেশি কোচ) জ্ঞান যেমন রয়েছে, ক্রিকেটের প্রতি আবেগটাও তেমন রয়েছে। এ দুটো জিনিসই একজন কোচকে এগিয়ে নিতে যেতে পারে। তারা অনেকদিন ধরে ক্রিকেটারদের সঙ্গে কাজ করছেন, অনেক অভিজ্ঞ। কোচিংয়ে লেভেল ১, ২, ৩, ৪... এভাবে একশ’টা লেভেল থাকতে পারে। কিন্তু আসল চ্যালেঞ্জ হলো পরবর্তী ধাপটা কি-সেটা জানা। যদি একজন নিজেই অনুধাবন করতে পারেন পরবর্তী ধাপটা কি হবে, তবে তার জন্য সফল হওয়া সহজ। সেটিই আমি আজ আলোচনা করেছি। নিজের ভাবনার মাঝেই যদি বার্তা থাকে আর সেটি সঠিকভাবে প্রকাশ করা যায় সেটির চেয়ে ভালো উপাত্ত আর কি হতে পারে?’  

ক্রিকেট দর্শন, বোধ ও কোচিংকে পাশাপাশি করে আকিব ‍জাভেদ জানান, ‘নিজের সম্পর্কে ধারণা স্পষ্ট হতে হবে। কারণ একজন কোচকে প্রতিনিয়তই বিভিন্ন চ্যালেঞ্জ নিতে হয়। ’

বাংলাদেশ সময়: ১৫০৩ ঘণ্টা, ০৫ আগস্ট ২০১৬
এসকে/এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।