ঢাকা, মঙ্গলবার, ৬ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

ক্রিকেট

সাবেক ক্রিকেটাররা কে, কোন দলে

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৩ ঘণ্টা, আগস্ট ২৩, ২০১৬
সাবেক ক্রিকেটাররা কে, কোন দলে ছবি: দীপু মালাকার / বাংলানিউজটোয়েন্টিফোর

ঢাকা: সাবেক ক্রিকেটারদের নিয়ে আয়োজিত ‘মাস্টার্স ক্রিকেট কার্নিভাল’ এর দল চূড়ান্ত করেছে অংশগ্রহণকারীরা। মঙ্গলবার (২৩ আগস্ট) দুপুরে শের-ই-বাংলা স্টেডিয়ামের সম্মেলন কক্ষে লটারির মাধ্যমে প্লেয়ার্স ড্রাফট অনুষ্ঠিত হয়।

১৫ সদস্যের দলে মেন্টর ও অধিনায়কসহ ছয়জন করে ক্রিকেটার আগে থেকে নির্ধারণ করে রাখে আয়োজকরা। প্লেয়ার্স ড্রাফটের মাধ্যমে ৯ জন করে প্লেয়ার দলে টানে দলগুলো।

মাস্টার্স ক্রিকেট কার্নিভালের সুবাদে ব্যাট-বলের যুদ্ধে নামবেন জাতীয় দলের সাবেক ক্রিকেটার-আকরাম, দুর্জয়, সুজন, পাইলটরা। জাতীয় দল, ‘এ’ দল ছাড়াও প্রিমিয়ার লিগে কমপক্ষে পাঁচ মৌসুম খেলেছেন এমন ক্রিকেটাররাও সুযোগ পেয়েছেন এ টুর্নামেন্টে।

আগামী ১ থেকে ৩ সেপ্টেম্বর কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে টুর্নামেন্টটি। ফাইনাল হবে ‘হোম অব ক্রিকেট’ শের-ই-বাংলা স্টেডিয়ামে। টুর্নামেন্টের ফাইনাল ম্যাচট সরাসরি সম্প্রচার করা হতে পারে কোনো একটি বেসরকারি টিভি চ্যানেলে।

ছয় দলের চূড়ান্ত স্কোয়াড:
লংকা বাংলা ‘অলস্টারস মাস্টার্স’: রকিবুল হাসান (মেন্টর), সেলিম শাহেদ (অধিনায়ক), হাসিবুল হোসেন শান্ত, এহসানুল হক সেজান, জাভেদ ওমর বেলিম, তালহা জুবায়ের, আজম ইকবাল, মাসুদুর রহমান মুকুল, লাভলু রহমান, সৈয়দ আদিল আহমেদ, সোহেল হোসেন পাপ্পু, নিয়াজ মোর্শেদ নাহিদ, বাকি বিল্লাহ হিমেল, ফাহিম মুনতাসির সুমিত, মাহবুব আনাম।

ইস্পাহানি ‘চট্টগ্রাম মাস্টার্স’: আজহার হোসেন শান্ত (মেন্টর) আকরাম খান (অধিনায়ক), মিনহাজুল আবেদিন নান্নু, এনামুল হক মনি, তারেক আজিজ খান, আফতাব আহমেদ, তৌহিদুল হোসেন শ্যামল. হুমায়ুন কবির, আনোয়ার হোসেন মনির, জুবায়ের ইসতিয়াক আহমেদ, ফজলে বারি খান রুবেল, নুরুল আবেদিন নোবেল, আফজাল খান, ফজলে হাসান খান, মীর আক্তার উদ্দিন আহমেদ।

কনফিডেন্স গ্রুপ ‘ঢাকা মেট্রো মাস্টার্স’: এএসএম ফারুক (মেন্টর), খালেদ মাহমুদ সুজন (অধিনায়ক) মো: রফিক, নিয়ামুর রশীদ রাহুল, নাসির আহমেদ নাসু, এ আই এম মনিরুজ্জামান, ইমরান পারভেজ রিপন, আনিসুল হাকিম রব্বানী,  ইকবাল হোসেন, ইমরান হামিদ পার্থ, মীর জিয়াউদ্দিন আহমেদ, সাব্বির খান শাফিন, তানভির আহমেদ তিমির, আশফাক রহিম।

রেনেসা গ্রুপ ‘রাজশাহী মাস্টার্স’: শাহনেয়াজ কবির শানু (মেন্টর) খালেদ মাসুদ পাইলট (অধিনায়ক) আলমগীর কবির, রফিকুল ইসলাম খান, সাইফুল্লাহ খান জেম, হান্নান সরকার, আবদুল্লাহ খান বিপ্লব, তরিকুল ইসলাম, মোর্শেদ আলী খান সুমন, গাজী আলমগীর, মুশফিকুর রহমান বাবু, জাহাঙ্গীর আলম, শরিফুল হক প্লাবন, উমর শরিফ খান রওনক, আক্তার আহমেদ সিপার।

জেমকন গ্রুপ ‘খুলনা মাস্টার্স’: উমর খালিদ রুমি (মেন্টর) হাবিবুল বাশার সুমন (অধিনায়ক) মঞ্জুরুল ইসলাম মঞ্জু, হাসানুজ্জামান ঝড়ু, মো: সেলিম, জামাল বাবু, মাহমুদুল হাসান রানা, মুরাদ খান, আলী ইমরান রাজন, হারুনুর রশীদ লিটন, শফিউদ্দিন আহমেদ বাবু, তাসরিকুল ইসলাম টোটাম, মো: তৌহিদুল ইসলাম চপল, জিসান হাসিব, মিজানুর রহমান পাটোয়ারী।

জেবি গ্রুপ ‘ঢাকা মাস্টার্স’: ইসতিয়াক আহমেদ (মেন্টর), নাইমুর রহমান দুর্জয় (অধিনায়ক), সানোয়ার হোসেন, শাহরিয়ার হোসেন বিদ্যুত, মেহরাব হোসেন অপি, সাইফুল ইসলাম খান, মনিরুল ইসলাম তাজ, শাহনেয়াজ কবির শুভ্র,  রাশেদুল হক সুমন, সাজ্জাদ কাদির, জাকির হাসান  দিপু রায় চৌধুরী, আনিসুর রহমান, জালাল ইউনুস, আবু হায়দার রিপন।

বাংলাদেশ সময়: ১৫০০ ঘণ্টা, ২৩ আগস্ট ২০১৬
এসকে/এমআরপি
**
মাস্টার্স ক্রিকেট কার্নিভালের ‘প্লেয়ার্স ড্রাফট’ শুরু

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।