ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

ক্রিকেট

মাস্টার্স ক্রিকেট কার্নিভাল

হেরে বিদায় নিল পাইলটের রাজশাহী

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৮ ঘণ্টা, সেপ্টেম্বর ২, ২০১৬
হেরে বিদায় নিল পাইলটের রাজশাহী ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

কক্সবাজার থেকে: টানা দ্বিতীয় ম্যাচে হারের ফলে মাস্টার্স ক্রিকেট কার্নিভাল থেকে ছিটকে পড়লো খালেদ মাসুদ পাইলটের রাজশাহী রেনেসাঁ। শুক্রবার (০২ সেপ্টেম্বর) কক্সবাজার শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অলস্টারসের বিপক্ষে নিজেদের দ্বিতীয় ম্যাচে ব্যাটিং ব্যর্থতায় ১৩  রানে হার মানে পাইলটের দল।

এ ম্যাচে রাজশাহীর হারের ফলে অলস্টারসের সঙ্গে সেমিফাইনাল নিশ্চিত হয়েছে গ্রুপের অপর দল ঢাকা মেট্রোর।
   
বৃষ্টির কারণে ম্যাচের দৈর্ঘ্য নেমে আসে ১০ ওভারে। রাজশাহীর লক্ষ্য বড় ছিলো না। ৭৩ রানের টার্গেটে ব্যাটিংয়ে নেমে পুরো ওভার খেলে সাত উইকেট হারিয়ে ৫৯ রানের বেশি তুলতে পারেনি খালেদ মাসুদের দল।
 
সর্বোচ্চ ১২ রান আসে বিপ্লবের ব্যাট থেকে। মুশফিকুর রহমান বাবু ১১ ও আলমগীর কবির করেন ১০ রান।

 
অলস্টারসের হয়ে তিনটি করে উইকেট নিয়েছেন নাহিদ ও মুকুল। তালহা জুবায়ের নেন একটি উইকেট।
 
এর আগে টসে হেরে ব্যাটিংয়ে নেমে উদ্বোধনী দুই ব্যাটসম্যান জাভেদ ওমর বেলিমের ২৫ ও এহসানুল হক সেজানের ২৩ রানের ইনিংসে ভর করে নির্ধারিত ১০ ওভারে চার উইকেট হারিয়ে ৭২ রান তোলে অলস্টারস।
 
রাজশাহীর বোলার বিপ্লব দুটি, আলমগীর কবির ও মুশফিকুর রহমান বাবু একটি করে উইকেট নেন।
 
বাংলাদেশ সময়: ১৪২৩ ঘণ্টা, সেপ্টেম্বর ২, ২০১৬
এসকে/এমআরএম

** 
‘ক্রিকেট বয়সের নয়, বেসিকের খেলা’
** সাবেকদের মাঠের লড়াই শুরু
** এক কথায় ‘অপূর্ব’
** ১৪০ কোটি টাকার উন্নয়ন পরিকল্পনা বিসিবির
**সিরিয়াস ক্রিকেটই খেলবেন রফিক
**ক্রিকেট না হলে ফুটবল খেলবেন আকরাম
**এক সঙ্গে হওয়াটাই গুরুত্বপূর্ন: দূর্জয়
**সাবেকদের অপেক্ষায় কক্সবাজার

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।