ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

ক্রিকেট

অজি দলে ফিরছেন হ্যারিস

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫০ ঘণ্টা, সেপ্টেম্বর ২, ২০১৬
অজি দলে ফিরছেন হ্যারিস ছবি: সংগৃহীত

ঢাকা: দীর্ঘ হাঁটুর ইনজুরির কারণে গত বছরের জুলাইয়ে সব ধরনের ক্রিকেট থেকেই অবসর নেন রায়ান হ্যারিস। এবার তাকে আবারো অস্ট্রেলিয়া দলে দেখা যাবে।

দক্ষিণ আফ্রিকার মাটিতে ওয়ানডে সিরিজের জন্য ৩৬ বছর বয়সী এ সাবেক পেসারকে বোলিং কোচ হিসেবে নিয়োগ দিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)।

এর আগে বছরের শুরুতে ক্রেইগ ম্যাকডারমটের জায়গায় পূর্ণকালীন বোলিং কোচ হওয়ার দৌড়ে এগিয়ে ছিলেন হ্যারিস। কিন্তু শেষ পর্যন্ত অজি বোলারদের দেখভালের দায়িত্ব ওঠে ডেভিড সেকারের কাঁধে।

অজিদের হয়ে ২৭ টেস্টে ১১৩ ও ২১ ওয়ানডেতে ৪৪টি উইকেট নিয়েছেন হ্যারিস। টি-টোয়েন্টিতে তিন ম্যাচে দেখা যায়। উইকেট ৪টি। ক্যারিয়ার জুড়েই হাঁটুর ইনজুরি তাকে বেশ ভুগিয়েছে। ম্যাচ সংখ্যাই তার প্রমাণ! গত বছরের জানুয়ারিতে ভারতের বিপক্ষে সিডনি টেস্টই ছিল তার শেষ আন্তর্জাতিক ম্যাচ। খেলোয়াড়ী জীবনের ইতি টানার পর এবার কোচিং ভূমিকায় জাতীয় টিমে ফিরছেন।  

চলতি মাসেই পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য দ. আফ্রিকায় উড়াল দেবে ‍অজি দল। সেঞ্চুরিয়ানে ৩০ সেপ্টেম্বর প্রথম ওয়ানডেতে মুখোমুখি হবে দু’দল। পরের চারটি ম্যাচ মাঠে গড়াবে যথাক্রমে ২, ৫, ৯, ১২ অক্টোবর। এরপর নভেম্বরে তিনটি টেস্ট খেলতে অস্ট্রেলিয়া সফরে যাবে প্রোটিয়ারা।

বাংলাদেশ সময়: ১৫৪৯ ঘণ্টা, সেপ্টেম্বর ২, ২০১৬
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।