কক্সবাজার থেকে: মাস্টার্স ক্রিকেট কার্নিভালে নিজেদের প্রথম ম্যাচে জয় পেয়েছে নাইমুর রহমান দুর্জয়ের জেবি ঢাকা বিভাগ। শুক্রবার (০২ সেপ্টেম্বর) কক্সাবাজারের শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের একাডেমি মাঠে আকরাম খানের ইস্পাহানি চট্টগ্রাম মাস্টার্সকে ২১ রানে হারিয়েছে তারা।
বৃষ্টির কারণে ১২ ওভারে নেমে আসা ম্যাচে ঢাকা বিভাগের দেয়া ৯৩ রানের বড় টার্গেটে ব্যাটিংয়ে নেমে ৫ উইকেটে হারিয়ে ৭১ রানের বেশি তুলতে পারেনি চট্টগ্রাম।
মিনহাজুল আবেদিন নান্নুর ব্যাট থেকে আসে সর্বোচ্চ ১৮ রান। এছাড়া ওয়াসেল উদ্দিন অপরাজিত ১৬ ও অধিনায়ক আকরাম খান করেন ১১ রান।
ঢাকা বিভাগের বোলার আনিসুর রহমান, দিপু রায় চৌধুরী, জাকির হোসেন, সাইফুল ইসলাম ও মনিরুল ইসলাম তাজ নেন একটি করে উইকেট।
এর আগে টস হেরে ব্যাটিংয়ে নেমে রশিদুল হকের ৩৩, সানোয়ার হোসেনের ১৭ ও মেহরাব হোসেন অপির ১৪ রানের উপর ভর করে ১২ ওভারে ৭ উইকেট হারিয়ে ৯২ রান করে ঢাকা বিভাগ।
আহসান উল্লাহ সর্বোচ্চ তিনটি উইকেট দখল করেন। দুটি উইকেট লাভ করেন হুমায়ুন কবির। একটি করে নেন তারেক আজিজ ও সাইফুল্লাহ জেমস।
বাংলাদেশ সময়: ১৬০৩ ঘণ্টা, সেপ্টেম্বর ২, ২০১৬
এসকে/এমআরএম
** হেরে বিদায় নিল পাইলটের রাজশাহী
** ‘ক্রিকেট বয়সের নয়, বেসিকের খেলা’
** সাবেকদের মাঠের লড়াই শুরু
** এক কথায় ‘অপূর্ব’
** ১৪০ কোটি টাকার উন্নয়ন পরিকল্পনা বিসিবির
**সিরিয়াস ক্রিকেটই খেলবেন রফিক
**ক্রিকেট না হলে ফুটবল খেলবেন আকরাম
**এক সঙ্গে হওয়াটাই গুরুত্বপূর্ন: দূর্জয়
**সাবেকদের অপেক্ষায় কক্সবাজার