ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

ক্রিকেট

সীমিত ওভারের সেরা একাদশ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৭ ঘণ্টা, সেপ্টেম্বর ২, ২০১৬
সীমিত ওভারের সেরা একাদশ

ঢাকা: ইংল্যান্ডের সাবেক ক্রিকেটার নাসের হুসাইন তার পছন্দের সেরা একাদশ সাজিয়েছেন। কিংবদন্তিদের এই একাদশে না রাখলেও সমসাময়িক ক্রিকেটারদের নিয়ে ইংলিশ এই সাবেক তারকা সীমিত ওভারের একাদশ সাজান।

তার একাদশে একমাত্র ইংলিশ ক্রিকেটার হিসেবে জায়গা পেয়েছেন অলরাউন্ডার বেন স্টোকস।

বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া থেকে সুযোগ হয়েছে ডেভিড ওয়ার্নার, স্টিভেন স্মিথদের। নিউজিল্যান্ডের কেন উইলিয়ামসন আর ট্রেন্ট বোল্টকেও রাখা হয়েছে তার একাদশে। সর্বোচ্চ তিন ক্রিকেটার নাসের হুসাইনের একাদশে রয়েছেন।

টিম ইন্ডিয়ার টেস্ট দলপতি বিরাট কোহলির সঙ্গে রয়েছেন ব্যাটসম্যান রোহিত শর্মা। স্পিনিং অলরাউন্ডার হিসেবে রয়েছেন রবীচন্দ্রন অশ্বিন। ভারতের এই স্পিনারের সঙ্গে এই একাদশে দ্বিতীয় স্পিনার হিসেবে রয়েছেন ওয়েস্ট ইন্ডিজের সুনীল নারাইন।

তার একাদশের পেসার হিসেবে বোল্টের সঙ্গে জায়াগা হয়েছে দক্ষিণ আফ্রিকার গতিদানব ডেল স্টেইনের। আর ওপেনার ব্যাটসম্যান হিসেবে ওয়ার্নারের সঙ্গে রাখা হয়েছে প্রোটিয়া তারকা কুইন্টন ডি কককে।

বাংলাদেশ সময়: ১৭৩৫ ঘণ্টা, ০২ সেপ্টেম্বর ২০১৬
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।