ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

ক্রিকেট

বিশ্বাস রেখে বাংলাদেশে আসতে চান বেয়ারস্টো

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৮ ঘণ্টা, সেপ্টেম্বর ৩, ২০১৬
বিশ্বাস রেখে বাংলাদেশে আসতে চান বেয়ারস্টো জনি বেয়ারস্টো-ছবি:সংগৃহীত

ঢাকা: বাংলাদেশের বিপক্ষে দুটি টেস্ট আর তিনটি ওয়ানডে খেলতে সফরে আসবে ইংল্যান্ড। আর এ সফরে ইংলিশ তারকা ক্রিকেটারদের আসা, না আসা নিয়ে গুঞ্জন থেকেই যাচ্ছে।

এই ইস্যুতে এবার যোগ হলেন ইংলিশদের উইকেটরক্ষক ব্যাটসম্যান জনি বেয়ারস্টো।

ইংল্যান্ডের নিরাপত্তা প্রতিনিধি দল বাংলাদেশের অবস্থা পর্যবেক্ষণ করে ইসিবিকে সবুজ সংকেত দেয়। দলের প্রধান রেগ ডিকাসনের রিপোর্টের উপর নির্ভর করে ইসিবি বাংলাদেশ দল পাঠানোর সিদ্ধান্ত নেয়। কিন্তু, ক্রিকেটারদের উপর ছেড়ে দেওয়া হয়েছে সফরে আসা, না আসার বিষয়টি।

বাংলাদেশ সফরে আসতে চান ২৬ বছর বয়সী বেয়ারস্টো। তিনি জানিয়েছেন, ‘আমি এখনো শতভাগ কোনো সিদ্ধান্ত নেইনি। কিন্তু, ডিকাসনের উপর আমার পূর্ণ আস্থা আছে। আমি তার উপর বিশ্বাস রেখে অনেক বিদেশ সফর করেছি। তার সঙ্গে আমার সখ্যতাও বেশ। আর ছোটো থেকেই তিনি আমাকে চেনেন ও জানেন। তাই তার কাছ থেকে বাংলাদেশ সফরের আগে আমার আরও কিছু জানার আছে আর এটাই স্বাভাবিক। ’

ইংলিশদের হয়ে ৩১ টেস্ট আর ১৮ ওয়ানডে খেলা বেয়ারস্টো আরও জানান, ‘বিশ্বের কোনো দেশকে এ মুহূর্তে নিরাপদ বলা যাবেনা। ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা কিংবা বাংলাদেশ সব জায়গা নিয়েই আপনাকে ভাবতে হবে। যে সিদ্ধান্তই নেই না কেন সেটির উপর আমার পূর্ণ আত্মবিশ্বাস আছে। ’

২০০১ সালে যুক্তরাষ্ট্রের টুইন টাওয়ার হামলার পর ইংল্যান্ডের সফর ছিল ভারতে। সেবার ইসিবি সফরের ব্যাপারে ক্রিকেটারদের নিজস্ব মতামতের ওপর ছেড়ে দিয়েছিল। সেই সফরে অ্যান্ডি ক্যাডিক ও রবার্ট ক্রোফট ভারতে যাননি। পরবর্তীতে ক্যাডিক দলে ফিরে ২০০৩ বিশ্বকাপ পর্যন্ত খেললেও ক্রোফট আর সুযোগ পাননি। সফর পরবর্তী সময়ে তাদের নিয়ে বিভিন্ন সংবাদমাধ্যম নেতিবাচক খবর প্রকাশ করেছিল।

এমন ইস্যুকে মাথায় রেখে ইংল্যান্ডের টেস্ট অধিনায়ক অ্যালিস্টার কুক রাজি হলেও ওয়ানডে অধিনায়ক ইয়ন মরগান আগামী সপ্তাহে সফরের ব্যাপারে সিদ্ধান্ত নেবেন বলে জানিয়েছেন।

ইংলিশ উইকেটরক্ষক বেয়ারস্টো আরও জানান, ‘নিরাপত্তা কমিটির উপর বিশ্বাস আছে। ডিকাসন তার কর্মে বেশ অভিজ্ঞ। যখন কোনো দেশের নিরাপত্তার প্রশ্ন উঠে তখন অবশ্যই আপনাকে গভীরভাবে সবকিছু ভেবে রাখতে হবে। আর আপনি যদি পুরোপুরি পেশাদার ক্রিকেটার হন, তাহলে কঠিন সময়ের মাঝেও আপনাকে কেবলমাত্র ক্রিকেট নিয়েই ভাবতে হবে। যদি দলে সুযোগ হয় আমি বাংলাদেশ সফরে যেতে পারি। ’

আগামী ৩০ সেপ্টেম্বর বাংলাদেশে আসবে ইংল্যান্ড ক্রিকেট দল।

সিরিজের সূচি:
প্রথম ওয়ানডে (৭ অক্টোবর) - মিরপুর শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়াম।
দ্বিতীয় ওয়ানডে (৯ অক্টোবর) – মিরপুর শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়াম।
তৃতীয় ওয়ানডে (১২ অক্টোবর) – চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম।
প্রথম টেস্ট (২০-২৪ অক্টোবর) - চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম।
দ্বিতীয় টেস্ট (২৮ অক্টোবর-১ নভেম্বর) – মিরপুর শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়াম।

সবগুলো ওয়ানডে ম্যাচ দুপুর ১টায় আর সকাল সাড়ে ৯টায় শুরু হবে টেস্ট।

বাংলাদেশ সময়: ১৩১৬ ঘণ্টা, সেপ্টেম্বর ০৩, ২০১৬
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।