ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

ক্রিকেট

সুজনদের হারিয়ে ফাইনালে বাশারের দল

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৮ ঘণ্টা, সেপ্টেম্বর ৩, ২০১৬
সুজনদের হারিয়ে ফাইনালে বাশারের দল ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

কক্সবাজার থেকে: জেবি গ্রুপ ঢাকা বিভাগের পর মাস্টার্স ক্রিকেট কার্নিভালের ফাইনাল নিশ্চিত করলো জেমকন গ্রুপ খুলনা বিভাগ। সেমিফাইনালে কনফিডেন্স ঢাকা মেট্রোকে তারা হারিয়েছে ১৬ রানে।

কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ১৫ ওভারের ম্যাচে ১০৭ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ৯ উইকেট হারিয়ে ৯০ রানের বেশি তুলতে পারেনি খালেদ মাহমুদ সুজনের দল। নিয়ামুর রশীদ রাহুল করেন ৩৬ রান। সাজ্জাদ আহমেদ শিপন ও মনিরুজ্জামান টিঙ্কুর ব্যাট থেকে আসে সমান ১২ রান। ওপেনার আনিসুল হাকিম করেন ১০ রান। বাকিরা কেউ দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পারেননি।

খুলনার টোটাম নেন তিন উইকেট। শফিউদ্দিন বাবু ও মুরাদ খান নিয়েছেন দুটি করে উইকেট।

এর আগে টস জিতে ব্যাটিংয়ে নেমে হাবিবুল বাশারের ৩২, বাবুর ১৮ ও লিটনের ১৭ রানের ইনিংসে ভর করে ৭ উইকেট হারিয়ে ১০৬ রান তোলে খুলনা।

মেট্রোর বোলার তানভির হোসেন তিমির একাই নেন পাঁচ উইকেট। তিন ওভার বোলিং করে ২৪ রান দিয়ে কার্নিভালের সেরা স্পেলটি উপহার দেন এ ডানহাতি পেসার। মোহাম্মদ রফিক ও নিয়ামুর রাহুল নিয়েছেন একটি করে উইকেট।

আগামী বুধবার (০৭ সেপ্টেম্বর) মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে মাস্টার্স ক্রিকেট কার্নিভালের ফাইনাল অনুষ্ঠিত হবে। ফাইনালে জাভেদ ওমর বেলিমের অলস্টারসের মুখোমুখি হবে হাবিবুল বাশার সুমনের খুলনা। দুপুর দুইটায় শুরু হবে ম্যাচটি।

বাংলাদেশ সময়: ১৪০৫ ঘণ্টা, ০৩ সেপ্টেম্বর ২০১৬
এসকে/এমআরপি
** জাভেদ ওমরের ব্যাটে ফাইনালে অলস্টারস
** সেমিফাইনালে ঢাকা ও খুলনা বিভাগ
** হেরে বিদায় নিল পাইলটের রাজশাহী
** দুর্জয়ের কাছে আকরামের হার
** ‘ক্রিকেট বয়সের নয়, বেসিকের খেলা’
** সাবেকদের মাঠের লড়াই শুরু
** এক কথায় ‘অপূর্ব’
** ১৪০ কোটি টাকার উন্নয়ন পরিকল্পনা বিসিবির
**সিরিয়াস ক্রিকেটই খেলবেন রফিক
**ক্রিকেট না হলে ফুটবল খেলবেন আকরাম
**এক সঙ্গে হওয়াটাই গুরুত্বপূর্ন: দূর্জয়
**সাবেকদের অপেক্ষায় কক্সবাজার

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।