ঢাকা: সাকিব-তামিম-মুশফিকদের সঙ্গে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) দ্বিতীয় আসরে যোগ দিতে যাচ্ছেন বিশ্বসেরা আরও ক্রিকেট তারকা। ফলে, পরবর্তী এই টুর্নামেন্ট জমে উঠার প্রত্যাশা করছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
পিএসএলের দ্বিতীয় আসরের খেলা অনুষ্ঠিত হবে আগামী বছরের ফেব্রুয়ারিতে। আসন্ন সেই আসরের ফাইনালটি পাকিস্তানের মাটিতে হবে বলে এক সভায় জানান পাকিস্তান সুপার লিগের চেয়ারম্যান নাজাম শেঠি।
টাইগার ক্রিকেটারদের সঙ্গে নতুন করে টুর্নামেন্টে নাম লেখাতে যাচ্ছেন ইংল্যান্ডের মঈন আলি, জ্যাসন রয়, স্টিভেন ফিন, জেমস অ্যান্ডারসন, স্টুয়ার্ট ব্রডরা। এছাড়া, দক্ষিণ আফ্রিকার ওয়েইন পারনেল এবং নিউজিল্যান্ডের অলরাউন্ডার অ্যান্টন ভিঞ্চ যোগ দেবেন দ্বিতীয় আসরে।
শোনা যাচ্ছে অস্ট্রেলিয়ান লেফটআর্ম পেসার মিচেল জনসনও যোগ দেবেন এই টুর্নামেন্টে।
গতবার বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের সঙ্গে পিএসএলের আসরে খেলেছিলেন টাইগারদের ওপেনার তামিম ইকবাল এবং টেস্ট দলপতি মুশফিকুর রহিম। প্রথম আসরে সাকিব-তামিম-মুশফিকরা খেলেছিলেন সংযুক্ত আরব আমিরাতের মাটিতে। সেবার সাকিব আর মুশফিক খেলেন একই দল করাচি কিংসের হয়ে। অন্যদিকে তামিম ইকবাল খেলেছিলেন পেশোয়ার জালমির হয়ে।
চলতি বছরের অক্টোবরে সংযুক্ত আরব আমিরাতে খেলোয়াড়দের ড্রাফট অনুষ্ঠিত হবে। টুর্নামেন্টে অংশগ্রহণকারী পাঁচটি ফ্যাঞ্চাইজি ক্রিকেটারদের বেতন বাবদ সর্বোচ্চ ১.২ মিলিয়ন মার্কিন ডলার খরচ করতে পারবে।
বিদেশি ক্রিকেটারদের প্রসঙ্গে পাকিস্তান সুপার লিগের চেয়ারম্যান নাজাম শেঠি বলেন, আমরা প্রথম আসরটি আমিরাতে করেছি। ব্যাপক সাড়া পেয়েছি সেই আসরে। দ্বিতীয় আসরটি আরও বড় আয়োজনের মধ্যদিয়ে করার চেষ্টা হবে। ক্রিকেট পাগলদের মাতিয়ে তুলতে আমরা সর্বোচ্চ চেষ্টা করব। যতটা সম্ভব বিদেশি তারকা ক্রিকেটারদের নিয়ে দ্বিতীয় আসর শুরু করা হবে। কেননা দ্বিতীয় আসরে জন্য উত্তেজনার মাত্রা ইতোমধ্যে অনেক গুনে বেড়ে গিয়েছে।
গত বছরের আসরটিতে ১৩৮ জন পাকিস্তানিসহ মোট ৩১০ জন ক্রিকেটারকে পাঁচটি ক্যাটাগরিতে ভাগ করে খেলোয়াড়দের ড্রাফটে উঠানো হয়। ক্যাটাগরিগুলো ছিলো প্লাটিনাম, ডায়মন্ড, গোল্ড, সিলভার ও ইমারজিং।
যেখানে ক্রিস গেইল, কেভিন পিটারসেন, শেন ওয়াটসন ও ডোয়েন ব্রাভোদের মতো তারকা ছিলেন। এবারে যোগ হচ্ছেন ইংল্যান্ডের সীমিত ওভারের অধিনায়ক ইয়ন মরগান আর নিউজিল্যান্ডের ব্রেন্ডন ম্যাককালামের মতো তারকা।
বাংলাদেশ সময়: ১৪০৫ ঘণ্টা, ০৪ সেপ্টেম্বর ২০১৬
এমআরপি