ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

ক্রিকেট কার্নিভালের মধ্যমনি সাকিবকন্যা

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৮ ঘণ্টা, সেপ্টেম্বর ৭, ২০১৬
ক্রিকেট কার্নিভালের মধ্যমনি সাকিবকন্যা ছবি:শোয়েব মিথুন-বাংলানিউজটোয়েন্টিফোর.কম

শের-ই-বাংলা স্টেডিয়াম থেকে: এক বছর ছুঁইছুঁই, ৯ নভেম্বর বছর পূর্ণ হবে রাজকন্যার। অথচ বছর না ঘুরতেই বাবা সাকিব আল হাসানের প্রিয় চত্ত্বর মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়াম ঘুরে দেখা হয়ে গেল আলাইনা হাসান অব্রি’র।

বাবার কোলে ঘুরে বেড়ালেন মাঠ ও ড্রেসিংরুম। সাকিবকন্যার স্টেডিয়াম দর্শনের উপলক্ষ ‘মাস্টার্স ক্রিকেট কার্নিভাল’। সাবেক ক্রিকেটারদের নিয়ে আয়োজিত কার্নিভালের রোমাঞ্চকর ফাইনাল দেখতে মাঠে হাজির অব্রি। সবুজ ঘাসের ময়দানে সবার মধ্যমনি হয়ে থাকলেন বিশ্বসেরা অলরাউন্ডারের একমাত্র সন্তান।

 

সাবেক ক্রিকেটারদের শিরোপা দ্বৈরথ উপভোগ করতে স্টেডিয়ামে এসেছেন তামিম ইকবাল, মাহমুদউল্লাহরা। প্রাক্তন খেলোয়াড়দের মিলনমেলার শেষ পর্বের সাক্ষী হতে আসলেন বোর্ড পরিচালকরাও। সাকিবের সতীর্থ থেকে শুরু করে সংগঠক অবধি প্রত্যেকেই মেতে উঠলেন অব্রিকে নিয়ে। বাদ যাননি তাদের পরিবারের সদস্যরাও।


 
প্রসঙ্গত, ২০১২ সালের ১২ ডিসেম্বর গাঁটছড়া বাঁধেন সাকিব আল হাসান ও যুক্তরাষ্ট্র প্রবাসী উম্মে আহমেদ শিশির। বিয়ের তিন বছরের মধ্যে তাদের ঘর আলো করে যুক্তরাষ্ট্রের একটি হাসপাতালে জন্ম হয় অব্রি’র।
 
বাংলাদেশ সময়: ১৮০৩ ঘণ্টা, ০৭ সেপ্টেম্বর, ২০১৬
এসকে/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।