ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

ক্রিকেট

তাসকিনের বোলিং অ্যাকশনের পরীক্ষা সম্পন্ন

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৪ ঘণ্টা, সেপ্টেম্বর ৮, ২০১৬
তাসকিনের বোলিং অ্যাকশনের পরীক্ষা সম্পন্ন

ঢাকা: অস্ট্রেলিয়ায় বোলিং অ্যাকশনের পরীক্ষা সম্পন্ন হয়েছে বাংলাদেশি পেসার তাসকিন আহমেদের। বৃহস্পতিবার (০৮ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় সকাল আটটায় ব্রিসবেনের ন্যাশনাল ক্রিকেট সেন্টারের ল্যাবে পরীক্ষা দিয়েছেন টাইগার এই বোলার।

পরীক্ষা শেষে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের পেজে তাসকিন নিজেই পরীক্ষাকালীন ছবি পোস্ট করে সকলের দোয়া চেয়েছেন। তিনি ছবির ক্যাপশনে লিখেছেন, ‘পরীক্ষা শেষ... এখন ফলাফলের জন্য অপেক্ষা করছি, আমাদের জন্য দোয়া করবেন। ’

তাসকিনের সঙ্গে বোলিং অ্যাকশনের পরীক্ষা দিতে অস্ট্রেলিয়াতে আছেন স্পিনার আরাফাত সানি।

তাসকিনকে ফলাফলের জন্য আরও ২-৩ সপ্তাহ অপেক্ষা করতে হবে। আগামী ১১ সেপ্টেম্বর তাসকিন-সানির দেশে ফিরে আসার কথা রয়েছে।

চলতি বছর ভারতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপ চলাকালে তাসকিন ও সানির বোলিং অ্যাকশন প্রশ্নবিদ্ধ হয়। পরে চেন্নাইয়ে তাদের বোলিং পরীক্ষায় ত্রুটি প্রমাণিত হওয়ায় অবৈধ বোলিং অ্যাকশনের দায়ে আন্তর্জাতিক ক্রিকেট থেকে নিষিদ্ধ করা হয়েছিল তাদের।

বাংলাদেশ সময়: ১৩১০ ঘণ্টা, ০৮ সেপ্টেম্বর ২০১৬
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।