ঢাকা: ভারতে পা রাখার আগে নিউজিল্যান্ডকে ভাবিয়ে তুলেছে দলের প্রথম সারির ফাস্ট বোলারদের ইনজুরি। কনুইয়ের সার্জারি থেকে সেরে না ওঠায় অ্যাডাম মিলনের খেলার সম্ভাবনা অনেকটাই অনিশ্চিত।
নিউজিল্যান্ড ক্রিকেটের (এনজেডসি) মূখপাত্র স্থানীয় সংবাদমাধ্যকে বিষয়টি নিশ্চিত করেছেন। ইতোমধ্যেই টেস্ট সিরিজের স্কোয়াড ঘোষণা করেছে ব্ল্যাক ক্যাপসরা। তবে নিয়মিত পেসারদের ইনজুরিতে ওয়ানডে সিরিজের দল নিয়ে নাকি অস্বস্তিতে নির্বাচক প্যানেল।
চলতি মাসেই তিনটি টেস্ট ও পাঁচটি ওয়ানডে খেলতে ভারতে উড়াল দেবে কিউইরা। কানপুরে আগামী ২২ সেপ্টেম্বর প্রথম টেস্টে টিম ইন্ডিয়ার মুখোমুখি হবে সফরকারীরা। ৩০ সেপ্টেম্বর দ্বিতীয় ও ৮ অক্টোবর শেষ টেস্ট শুরু হবে। ওয়ানডে ম্যাচগুলো মাঠে গড়াবে যথাক্রমে ১৬, ২০, ২৩, ২৬, ২৯ অক্টোবর। উল্লেখ্য, উত্তর ভারতে একদিনের একটি ধর্মীয় উৎসবের জন্য দিল্লিতে অনুষ্ঠেয় ১৯ সেপ্টেম্বরের দ্বিতীয় ওয়ানডে ম্যাচটি একদিন পিছিয়ে নেওয়া হয়েছে।
২৪ বছর বয়সী মিলনে ও ম্যাকক্লেনাগানের এখনো টেস্টে অভিষেক হয়নি। এখন পর্যন্ত ৩৩টি ওয়ানডেতে ৩১ ও ১৮ টি-টোয়েন্টিতে ২১টি উইকেট নিয়েছেন মিলনে। দুই ফরমেটে ম্যাকক্লেনাগানের উইকেট সংখ্যা যথাক্রমে ৮২ (৪৮ ম্যাচ) ও ৩০ (২৮)।
বাংলাদেশ সময়: ১৮২০ ঘণ্টা, সেপ্টেম্বর ৮, ২০১৬
এমআরএম