ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

ক্রিকেট

মিসবাহর হাতে উঠছে চ্যাম্পিয়নশিপ দণ্ড

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১৭ ঘণ্টা, সেপ্টেম্বর ১০, ২০১৬
মিসবাহর হাতে উঠছে চ্যাম্পিয়নশিপ দণ্ড

ঢাকা: সম্প্রতি টেস্ট চ্যাম্পিয়নশিপ দণ্ড পুরস্কার হিসেবে পেয়েছিল এক নম্বরে থাকা অস্ট্রেলিয়া। তাদের টপকে সেই জায়গা দখল করেছে পাকিস্তান।

সবশেষ প্রকাশিত টেস্ট র‌্যাংকিংয়ে অজিরা চলে গেছে তিন নম্বরে। দুইয়ে রয়েছে ভারত।

ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) টেস্ট র‌্যাংকিংয়ে এক নম্বরে থাকায় অজি দলপতি স্টিভেন স্মিথের হাতে তুলে দেওয়া হয়েছিল চ্যাম্পিয়নশিপ দণ্ড। এবার আইসিসি সেটা তুলে দিচ্ছে পাকিস্তানের টেস্ট দলপতি মিসবাহ উল হকের হাতে।

আগামী ২১ সেপ্টেম্বর লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে পাকিস্তানকে টেস্ট চ্যাম্পিয়নশিপ দণ্ড পুরস্কার দেবে আইসিসি। আইসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা ডেভিড রিচার্ডসন মিসবাহর হাতে সেটি তুলে দেবেন।

২০০৩ সাল থেকে চালু হওয়া রেটিং পদ্ধতির হিসেবে টেস্ট ক্রিকেটের ইতিহাসে প্রথমবারের মতো পাকিস্তান এক নম্বরে উঠে। সম্প্রতি ইংল্যান্ড সফরে স্বাগতিকদের বিপক্ষে চার ম্যাচ সিরিজের দুটিতে জিতেছিল মিসবাহ বাহিনী।

সবশেষ প্রকাশিত রেটিং পয়েন্টে র‌্যাংকিংয়ে ১১১ পয়েন্ট নিয়ে শীর্ষে পাকিস্তান। ১১০ পয়েন্ট নিয়ে দুইয়ে বিরাট কোহলির ভারত আর ১০৮ পয়েন্ট নিয়ে তিনে রয়েছে অস্ট্রেলিয়া। অজিদের সমান ১০৮ পয়েন্ট নিয়েও ভগ্নাংশের হিসেবে পিছিয়ে পড়ায় চারে থাকতে হয় ইংল্যান্ডকে। পাঁচ নম্বরে রয়েছে ৯৬ পয়েন্ট অর্জন করা দক্ষিণ আফ্রিকা।

বাংলাদেশ সময়: ১২১৩ ঘণ্টা, ১০ সেপ্টেম্বর ২০১৬
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।