ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

ক্রিকেট

পাকিস্তানিদের হারিয়ে শ্রীলঙ্কায় ফাইনালে ইউল্যাব

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৭ ঘণ্টা, সেপ্টেম্বর ১০, ২০১৬
পাকিস্তানিদের হারিয়ে শ্রীলঙ্কায় ফাইনালে ইউল্যাব ছবি:সংগৃহীত

ঢাকা: রেড বুল ক্যাম্পাস ক্রিকেট টুর্নামেন্টে পাকিস্তানের ইউনিভার্সিটি সেন্ট্রাল অব পাঞ্জাবকে (ইউওসিপি) ২ উইকেটে হারিয়ে ফাইনালে উঠেছে বাংলাদেশের প্রতিনিধিত্ব করা ইউল্যাব।
 
ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব)  রেড বুল ক্যাম্পাস ক্রিকেট টুর্নামেন্টের শুরু থেকেই দুর্দান্ত খেলে আসছে।

শ্রীলঙ্কার গল স্টেডিয়ামে নির্ধারিত ২০ ওভারে ইউওসিপির ৮ উইকেটে ১৫২ রান তোলে। জবাবে ৮ উইকেট হারিয়ে ইউল্যাব জয় নিশ্চিত করে ৪ বল হাতে রেখে।
 
ব্যক্তিগত ১ রানেই ফিরে যান ওপেনার ইন্তেসার। তবে তার ওপেনিং পার্টনার ও অধিনায়ক মোঃ হাসানুজ্জামান সচল রাখেন দলের রানের চাকা। তার ১৭ বলে তিনটি চার ও তিনটি ছক্কায় ৩৫ রানের ইনিংস লড়াইয়ে রাখে ইউল্যাবকে। ইউওসিপি পেসার আফতাব আজওয়ার ফেরান ইউল্যাবের দুই ওপেনারকেই। পরে মোহাম্মদ রহমান ৪ রানে এলবির ফাঁদে পড়ে সাজঘরে ফিরলে আরও চাপে পড়ে যায় ইউল্যাব।
 
তিন নম্বরে নামা অভিষেক মিত্র রান রেট ঠিক রেখে ২২ বলে ২২ রান করার পর আশফান্দ মেহরানের বলের লাইন মিস করে বোল্ড হন। মিডল অর্ডারে মোহাম্মদ ইসলাম ১৩ বলে ৮ রান করে বিদায় নিলে ইউওসিপি’র বোলারদের আধিপত্য বহাল থকে।
 
উইকেটরক্ষক সাবিত হোসেন ৩ রানে বিদায় নেন। তবে ১৭তম ওভারটি পাল্টে দেয় হিসেব। গুরুত্বপূর্ণ  সেই ওভারে ২৪ রান আসলে আবার ম্যাচে ফিরে আসে ইউল্যাব। শেষ পর্যন্ত মেরাজ নিলয়ের ২৩ বলে ২৮ রানের কার্যকরী ইনিংসে জয় নিশ্চিত হয় ইউল্যাবের। মেরাজের ইনিংসটিতে ছিল ৩টি চার ও একটি ছক্কার মার।
 
এর আগে ওপেনার তায়াব তাহিরের করা ৪১ বলে ১০ বাউন্ডারিতে করা ৬০ রানের ওপর ভর করেই ৮ উইকেটে ১৫২ রান করে ইউনিভার্সিটি অব সেন্ট্রাল পাঞ্জাব, লাহোর । বলা যায় ইউল্যাব বোলারদের সামনে একাই প্রতিরোধ গড়ে তোলেন তায়াব। অন্য প্রান্তে যখন উইকেট পড়ছিল নিয়মিত বিরতিতে, তখন তায়াবই ছিলেন একমাত্র ব্যতিক্রম। ওয়ান ডাউনে জুনায়েদ আলি ১৮ বলে ৩০ ও সাত নম্বরে ব্যাট করতে আসা আশফন্দি মেহরান ২৩ বলে ২৪ রান না করলে লড়াই করার মতো সংগ্রহই দাঁড় করাতে পারতো না ইউওসিপি।
 
ইউল্যাব বোলারদের মাঝে সবচেয়ে সফল ছিলেন মাহবুবুর রহমান। ৪ ওভারে মাত্র ১৪ রানে তিনি নেন তিনটি উইকেট, আরিফুর রহমান ৩০ রানে দুটি ও আনজুম আহমেদ ২৬ রানে একটি উইকেট শিকার করেন।
 
রেড বুল ক্যাম্পাস ক্রিকেট ওয়ার্ল্ড ফাইনালস টুর্নামেন্টে অংশগ্রহণকারী দলসমূহ ছিল ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব), বাংলাদেশ; বিজনেস ম্যানেজমেন্ট স্কুল (বিএমএস), কলম্বো, শ্রীলঙ্কা; ইউনিভার্সিটি অব সিডনি, অস্ট্রেলিয়া; লাফবার্গ ইউনিভার্সিটি, ইংল্যান্ড; মারাঠাওয়াড়া মিত্র মন্ডল কলেজ অব কমার্স (এমএমসিসি), ভারত; ইউনিভার্সিটি অব সেন্ট্রাল পাঞ্জাব, লাহোর, পাকিস্তান; আসুপল টাকসক্রিকেট ইউনিভার্সিটি অব প্রিটোরিয়া, দক্ষিণ আফ্রিকা; হেরিয়ট ওয়াট ইউনিভার্সিটি, দুবাই, সংযুক্ত আরব আমিরাত।
 
রোববার (১১ সেপ্টেম্বর) ফাইনালে ইউল্যাবের প্রতিপক্ষ স্বাগতিক শ্রীলঙ্কার বিজনেস ম্যানেজমেন্ট স্কুল। কলম্বোর গল আন্তর্জাতিক স্টেডিয়ামে ফাইনালটি খেলবে ইউল্যাব ।
 
প্রাইভেট ইউনিভার্সিটি টি-টুয়েন্টি ক্রিকেট চ্যাম্পিয়ন ২০১৬ এ চ্যাম্পিয়ন হওয়ায় ইউল্যাব ক্যাম্পাস ভিত্তিক আন্তর্জাতিক এ টুর্নামেন্টে অংশগ্রহণ করার আমন্ত্রন পায়। ২০১২ সালেও ইউল্যাব ঐ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়ে বাংলাদেশ থেকে একমাত্র বিশ্ববিদ্যালয় হিসেবে অংশগ্রহণ করেছিল।
 
বাংলাদেশ সময়: ২১১৩ঘণ্টা, ১০ সেপ্টেম্বর ২০১৬
এমআরপি/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।