ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

ক্রিকেট

ম্যাক্সওয়েলের কাছে শীর্ষস্থান হারালেন সাকিব

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৩৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১১, ২০১৬
ম্যাক্সওয়েলের কাছে শীর্ষস্থান হারালেন সাকিব

ঢাকা: এক সময় ক্রিকেটের তিন সংস্করণেই অলরাউন্ডারদের র‌্যাঙ্কিংয়ের শীর্ষে ছিলেন বাংলাদেশের সাকিব আল হাসান। এখন এক নম্বরে আছেন শুধু ওয়ানডেতেই।

টেস্টের পর এবার টি-টোয়েন্টি ফরমেটের অলরাউন্ডারদের শীর্ষস্থান হারালেন সাকিব।
 
শ্রীলঙ্কার বিপক্ষে ব্যাট হাতে দুর্দান্ত পারফর্ম করা অস্ট্রেলিয়ার তারকা গ্লেন ম্যাক্সওয়েল সবশেষ দুই ম্যাচে বল হাতে কোনো উইকেট না পেলেও অলরাউন্ডারদের র‌্যাঙ্কিংয়ে শীর্ষে উঠেছেন। সাকিবকে পেছনে ফেলে এই অস্ট্রেলিয়ান এখন আইসিসি টি-টোয়েন্টি র‌্যাঙ্কিংয়ের শীর্ষে। তিন নম্বরে নেমে গেছেন পাকিস্তানের সিনিয়র ক্রিকেটার শহীদ আফ্রিদি।
 
শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে ক্যারিয়ারে প্রথমবার ওপেনিংয়ে নেমে ৬৫ বলে ১৪৫ রান করেন ম্যাক্সওয়েল। আর দ্বিতীয় ম্যাচে ২৯ বলে করেন ৬৬ রান। ফলে, অলরাউন্ডারের র‌্যাঙ্কিংয়ে তিন থেকে এক নম্বরে উঠে এসেছেন ম্যাক্সওয়েল।  
 
ম্যাক্সওয়েলের রেটিং পয়েন্ট ৩৮৮, যেটি তার ক্যারিয়ার সেরা। দুইয়ে থাকা সাকিবের রেটিং পয়েন্ট ৩৪৬। ৩১৯ পয়েন্ট নিয়ে তিনে আফ্রিদি।
 
উল্লেখ্য, গত মার্চে টি-টোয়েন্টি বিশ্বকাপের পর আর কোনো আন্তর্জাতিক টি-টোয়েন্টি না খেলায় রেটিং পয়েন্টে পিছিয়ে পড়েন সাকিব।
 
বাংলাদেশ সময়: ০২৩৩ ঘণ্টা, ১১ সেপ্টেম্বর ২০১৬
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।