ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

ক্রিকেট

রুমানার হ্যাটট্রিকে ওয়ানডে সিরিজ বাংলাদেশের

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০৮ ঘণ্টা, সেপ্টেম্বর ১১, ২০১৬
রুমানার হ্যাটট্রিকে ওয়ানডে সিরিজ বাংলাদেশের রুমানা আহমেদ-ছবি:সংগৃহীত

ঢাকা: নারী ক্রিকেটে বাংলাদেশের হয়ে প্রথম হ্যাটট্রিক করেলেন রুমানা আহমেদ । এ লেগস্পিনারের হ্যাটট্রিকে আয়ারল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডে ম্যাচে ১০ রানের জয় পেয়েছে সফরকারী বাংলাদেশ।

সেই সঙ্গে ১-০ ব্যবধানে ওয়ানডে সিরিজ জিতে নিয়েছেন জাহানারা আলমের দল।

বেলফাস্টে সিরিজের প্রথম ওয়ানডে ভেসে গিয়েছিল বৃষ্টিতে। একই মাঠে গতকাল রাতে আয়ারল্যান্ডের সামনে খুব বড় লক্ষ্য দিতে পারেনি বাংলাদেশ। ১০৭ রান তাড়া করতে নেমে জয়ের দিকেই এগোচ্ছিলেন আইরিশরা। একটা সময় হাতে ৮ উইকেট রেখে দরকার ছিল ৫৫ রান। কিন্তু এর পরই দুর্দান্ত বোলিং করে ম্যাচে ফেরে বাংলাদেশ। হ্যাটট্রিকের সুযোগ পেয়েছিলেন অফ স্পিনার খাদিজাতুল কুবরাও। তারপরই জ্বলে ওঠেন রুমানা। হ্যাটট্রিকের তিনটি উইকেটই এসেছে এলবিডব্লুর মাধ্যমে। শেষ পর্যন্ত আইরিশরা অলআউট হয় ৯৬ রানে।

দলের পক্ষে সর্বোচ্চ ৩৫ রান করেন সেসলিয়া জয়েস। ডিলানি করেন ২৬ রান।
 
রুমানা তিন উইকেট নিয়ে হয়েছেন ম্যাচসেরা। দুটি করে উইকেট নিয়েছেন ফাহিমা ও কুবরা।

এর আগে টস জিতে ব্যাটিংয়ে নেমে ৪০.১ ওভারে ১০৬ রানে অলআউট হয় বাংলাদেশ। ওপেনার সানজিদা ইসলামের ব্যাট থেকে আসে সর্বোচ্চ ৩৩ রান। ১৪ রান করেন অধিনায়ক জাহানারা আলম।
 
আইরিশ বোলার অ্যামি কিনেলে একাই নেন চার উইকেট।
 
প্রসঙ্গত, আয়ারল্যান্ড সফরে টি-টোয়েন্টি সিরিজের ১-০ তে আইরিশ মেয়েদের কাছে হার মানে টাইগ্রেসরা। দুই ম্যাচ সিরিজের দ্বিতীয় ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়। টি-টোয়েন্টি সিরিজের হারের পর ওয়ানডে সিরিজ জেতায় স্বস্তি তাই বাংলাদেশ শিবিরে।

বাংলাদেশ সময়: ১০০৩ ঘণ্টা, ১১ সেপ্টেম্বর, ২০১৬
এসকে/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।