ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

ক্রিকেট

শ্রীলঙ্কায় রানার্সআপ বাংলাদেশের ইউল্যাব

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৬ ঘণ্টা, সেপ্টেম্বর ১১, ২০১৬
শ্রীলঙ্কায় রানার্সআপ বাংলাদেশের ইউল্যাব ছবি: সংগৃহীত

ঢাকা: ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব) শ্রীলঙ্কার বিজনেস ম্যানেজমেন্ট স্কুল (বিএমএস) এর বিপক্ষে ২৪ রানে হেরে রেড বুল ক্যাম্পাস ক্রিকেট ওয়ার্ল্ড ফাইনালস ২০১৬-তে রানার্সআপ হয়েছে।

শ্রীলঙ্কার গল আন্তর্জাতিক স্টেডিয়ামে ফাইনালে আগে ব্যাট করে বিএমএস নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে তোলে ১৯১ রান।

জবাবে ৮ উইকেট হারিয়ে ১৬৭ রান তুলে থেমে যেতে হয় ইউল্যাবকে।

বাংলাদেশ থেকে একমাত্র অংশগ্রহণকারী বিশ্ববিদ্যালয় হিসেবে ইউল্যাব শ্রীলঙ্কায় অনুষ্ঠিত এই টুর্নামেন্টে প্রথম থেকেই দুর্দান্ত খেলে আসছিল। পাকিস্তানের ইউনিভার্সিটি অব সেন্ট্রাল পাঞ্জাব, লাহোরকে হারিয়ে ফাইনালে উঠে তারা।

ফাইনালে লঙ্কানদের ওপেনার ও দলপতি উইমালাধর্মা ১৭ আর জাতীয় দলের উঠতি তারকা ধনঞ্জয় ডি সিলভা ৩২ রান করেন। ডি সিলভা ২৪ বলে তিনটি ছক্কায় তার ইনিংসটি সাজান। জাতীয় দলের আরেক ক্রিকেটার দাসুন শানাকা করেন ১৫ বলে ১৯ রান। তবে, শেষ দিকে ইউল্যাবের চিন্তার কারণ হয়ে দাঁড়ান রানিথা। মাত্র ২৭ বলে ৬টি চার আর দুটি ছক্কা হাঁকিয়ে তিনি তুলে নেন ৫২ রান।

ইউল্যাবের হয়ে টাইগারদের দলপতি মাশরাফি বিন মর্তুজার ছোটো ভাই মোরসালিন মর্তুজা ৩ ওভারে ৩৬ রান খরচায় তুলে নেন একটি উইকেট। এছাড়া, ৩ ওভারে ২০ রানের বিনিময়ে তিনটি উইকেট দখল করেন আরিফুর রহমান। দুটি উইকেট পান মোহাম্মদ ইসলাম আর একটি করে উইকেট দখল করেন মাহবুবুর রহমান এবং মেরাজ নিলয়।

১৯২ রানের টার্গেটে ব্যাটিংয়ে নেমে ইউল্যাব ওপেনার সাবিত হোসাইন প্রথম ওভারেই বিদায় নেন। তবে, আরেক ওপেনার অভিষেক মিত্র ২০ বলে ৬টি চারের সাহায্যে ২৮ রান করে দলকে জয়ের পথেই নিতে থাকেন। অভিষেকের সঙ্গে জুটি গড়ে দলপতি হাসানুজ্জামান ৩২ বলে চারটি চার আর দুটি ছক্কায় করেন ৩৯ রান।

এছাড়া, মোহাম্মদ হক ১২, মোহাম্মদ রহমান ২, মোহাম্মদ ইসলাম ৩, আনজুম আহমেদ ৮ রান করে বিদায় নেন। বিপদে পড়া ইউল্যাবকে কিছুটা এগিয়ে নিতে ১৫ রান করেন অপরাজিত থাকা আরিফুর। ৯ বলে ২০ রান করেন নিলয়। মোরসালিন ১০ বলে ৮ রান করে অপরাজিত থাকেন।

স্বাগতিকদের জাতীয় দলের ক্রিকেটার দাসুন শানাকার এক ওভার থেকেই ইউল্যাবের ব্যাটসম্যানরা তুলে নেন ১৯ রান। সর্বোচ্চ চারটি উইকেট দখল করেন জয়কর্ম।

রেড বুল ক্যাম্পাস ক্রিকেট ওয়ার্ল্ড ফাইনালস টুর্নামেন্টে অংশগ্রহণকারী দলসমূহ ছিল ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব), বাংলাদেশ; বিজনেস ম্যানেজমেন্ট স্কুল (বিএমএস), কলম্বো, শ্রীলঙ্কা; ইউনিভার্সিটি অব সিডনি, অস্ট্রেলিয়া; লাফবার্গ ইউনিভার্সিটি, ইংল্যান্ড; মারাঠাওয়াড়া মিত্র মন্ডল কলেজ অব কমার্স (এমএমসিসি), ভারত; ইউনিভার্সিটি অব সেন্ট্রাল পাঞ্জাব, লাহোর, পাকিস্তান; আসুপল টাকসক্রিকেট ইউনিভার্সিটি অব প্রিটোরিয়া, দক্ষিণ আফ্রিকা; হেরিয়ট ওয়াট ইউনিভার্সিটি, দুবাই, সংযুক্ত আরব আমিরাত।

প্রাইভেট ইউনিভার্সিটি টি-টুয়েন্টি ক্রিকেট চ্যাম্পিয়ন ২০১৬ এ চ্যাম্পিয়ন হওয়ায় ইউল্যাব ক্যাম্পাস ভিত্তিক আন্তর্জাতিক এ টুর্নামেন্টে অংশগ্রহণ করার আমন্ত্রন পায়। ২০১২ সালেও ইউল্যাব এই টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়ে বাংলাদেশ থেকে একমাত্র বিশ্ববিদ্যালয় হিসেবে অংশগ্রহণ করেছিল।

বাংলাদেশ সময়: ২০৪০ ঘণ্টা, ১১ সেপ্টেম্বর ২০১৬
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।