ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

ক্রিকেট

কিউইদের বিপক্ষে কোহলিদের স্কোয়াড ঘোষণা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৮ ঘণ্টা, সেপ্টেম্বর ১২, ২০১৬
কিউইদের বিপক্ষে কোহলিদের স্কোয়াড ঘোষণা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

ঢাকা: নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজের দল ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসআই)। ১৫ সদস্যের দলের নেতৃত্বভার যথারীতি বিরাট কোহলির।

তিন ম্যাচ টেস্ট সিরিজ খেলতে এ মাসেই ভারত সফর করবে কিউইরা।

সম্প্রতি ওয়েস্ট ইন্ডিজ সফর করে টিম ইন্ডিয়া। সেই স্কোয়াডের সঙ্গে মিল রেখেই নিউজিল্যান্ড সিরিজের দল গড়া হয়েছে। সে সিরিজে স্কোয়াডে ছিলেন ১৭ ক্রিকেটার, এবার তা কমিয়ে ১৫-তে নিয়ে আসা হয়। বাদ পড়েছেন অলরাউন্ডার স্টুয়ার্ট বিন্নি এবং মুম্বাইয়ের পেসার শার্দুল ঠাকুর।

আগামী ২২ সেপ্টেম্বর কানপুরের গ্রিন পার্কে ভারতের মুখোমুখি হবে সফরকারী নিউজিল্যান্ড। সিরিজের দ্বিতীয় ম্যাচ অনুষ্ঠিত হবে কলকাতা, ৩০ সেপ্টেম্বর। আর সিরিজের তৃতীয় ও শেষ টেস্টটি অনুষ্ঠিত হবে আগামী ০৮ অক্টোবর, ইনদোরে।

টিম ইন্ডিয়ার স্কোয়াড: শিখর ধাওয়ান, মুরালি বিজয়, লোকেশ রাহুল, বিরাট কোহলি (অধিনায়ক), চেতশ্বর পুজারা, আজিঙ্কা রাহানে, রোহিত শর্মা, ঋদ্ধিমান সাহা (উইকেটরক্ষক), রবিচন্দ্রন অশ্বিন, অমিত মিশ্র, রবীন্দ্র জাদেজা, ইশান্ত শর্মা, মোহাম্মদ শামি, উমেশ যাদব, ভুবনেশ্বর কুমার।

বাংলাদেশ সময়: ১৪০৫ ঘণ্টা, ১২ সেপ্টেম্বর ২০১৬
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।