ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

ক্রিকেট

মেয়েকে নিয়ে সাকিবের প্রথমবার ‘বিশেষ ঈদ’

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৮ ঘণ্টা, সেপ্টেম্বর ১২, ২০১৬
মেয়েকে নিয়ে সাকিবের প্রথমবার ‘বিশেষ ঈদ’ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

মাগুরা: টাইগারদের সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান কোরবানীর ঈদের ছুটিতে মাগুরায় অবস্থান করছেন। স্ত্রী-কন্যাকে নিয়ে তিনি বাবা-মার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করবেন।

সাকিবের বাবা মাশরুর রেজা জানান, ‘গত ৯ সেপ্টেম্বর সাকিব তার স্ত্রী শিশির ও মেয়ে আলাইনা হাসান অব্রিকে নিয়ে মাগুরায় এসেছে। বর্তমানে সে শহরের কেশবমোড়ের বাড়িতে অবস্থান করছে। ’

এবারের ঈদটা সাকিবের জন্য বিশেষ কিছু। কারণ, এবারই প্রথমবারের মতো নিজের মেয়েকে নিয়ে ঈদ করবেন বাবার বাড়িতে। প্রথমবার দাদার বাড়িতে ঈদ করবেন সাকিব কন্যা। গত ঈদে ক্যারিবীয়ান প্রিমিয়ার লিগ, সিপিএল খেলতে ওয়েস্ট ইন্ডিজে ছিলেন সাকিব। তবে, তার মাঝেও দুই দিনের জন্য ঢাকায় আসলেও মেয়েকে নিয়ে বাবার বাড়িতে যাওয়া হয়নি সাকিবের। এ কারণে এবারই প্রথমবারের মতো দাদা-দাদী আর আত্মীয়-স্বজনদের সঙ্গে ঈদ উদযাপনের সুযোগ পাচ্ছে অব্রি।  

জানা যায়, ঈদে সাকিব দুটি গরু কোরবানী দিচ্ছেন।

আরও জানা যায়, কোরবানীর জন্য সাকিব কুষ্টিয়া থেকে এক লাখ ৬০ হাজার টাকা দিয়ে দুটি গরু কিনেছেন। পাশাপাশি মাসরুর রেজা ৫০ হাজার টাকা দিয়ে ৪ টি ছাগল কিনেছেন। আবহাওয়া ভাল থাকলে নোমানী ময়দান ঈদগাহ মাঠ, নয়তো শহরের জজ কোর্ট মসজিদে সাকিব ঈদের নামাজ আদায় করবেন বলে জানান তার বাবা মাসরুর রেজা।

ঈদের ছুটি শেষেই সাকিব ফিরবেন ঢাকায়। আফগানিস্তানের বিপক্ষে আসন্ন সিরিজের আগে অনুশীলনে তখন যোগ দেবেন তিনি।

বাংলাদেশ সময়: ১৮১৬ ঘণ্টা, ১২ সেপ্টেম্বর ২০১৬
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।