ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

ক্রিকেট

উপমহাদেশে ফিরতে মরিয়া ইয়ান বেল

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৯ ঘণ্টা, সেপ্টেম্বর ১৪, ২০১৬
উপমহাদেশে ফিরতে মরিয়া ইয়ান বেল ছবি: সংগৃহীত

ঢাকা: বাংলাদেশ সফর দিয়ে ইংল্যান্ড দলে ফিরতে চেয়েছিলেন তারকা ক্রিকেটার ইয়ান বেল। দীর্ঘ দিন থেকে জাতীয় দলের বাইরে তিনি।

আপাতত বাংলাদেশ সফরের স্কোয়াডে থাকা নিয়েও রয়েছে শঙ্কা।

আগামী ১৬ আগস্ট দুই ফরম্যাটের দল ঘোষণা করবে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড। ব্রিটিশ সংবাদমাধ্যমগুলো ইতোমধ্যে দুই ফরম্যাটের সম্ভাব্য দল নিয়ে খবর প্রকাশ করছে। যেখানে বেলের প্রসঙ্গ নেই বললেই চলে।
ইংলিশদের সম্ভাব্য দল:
টেস্ট দল: অ্যালিস্টার কুক (অধিনায়ক), হাসিব হামিদ, জো রুট, গ্যারি ব্যালেন্স, জনি বেয়ারস্টো (উইকেটরক্ষক), বেন স্টোকস, মঈন আলী, ক্রিস ওকস, আদিল রশিদ, স্টুয়ার্ট ব্রড, জেমস অ্যান্ডারসন, মার্ক উড, জস বাটলার (অথবা ফোয়াকস), লিয়াম ডসন ও বেন ডাকেট।

ওয়ানডে দল: জস বাটলার (অধিনায়ক ও উইকেটরক্ষক), জেসন রয়, জো রুট, জনি বেয়ারস্টো, মঈন আলী, বেন স্টোকস, স্যাম বিলিংস, লিয়াম ডসন, আদিল রশিদ, ক্রিস ওকস, ডেভিড উইলি, মার্ক উড, লিয়াম প্লাঙ্কেট, ক্রিস জর্ডান ও বেন ডাকেট।

ইংলিশদের শীতকালীন মৌসুমে বেশ ব্যস্ত সময় কাটাতে হবে। বাংলাদেশ সফরের পর উপমহাদেশের আরেক দেশ ভারতে খেলতে যাবে অ্যালিস্টার কুক বাহিনী। আর উপমহাদেশের মাটিতে ভালো রেকর্ড বেলকে জাতীয় দলে ফেরার স্বপ্ন দেখালেও বাস্তবতা ভিন্ন।

বাংলাদেশ সফরে মোটামুটি অনিশ্চিত বেল জানিয়েছেন, আমি মনে করি ইংল্যান্ডের আসন্ন সিরিজগুলো খুবই গুরুত্বপূর্ণ। উপমহাদেশ ইংলিশদের জন্য সবসময়ই কঠিন কন্ডিশন। ভারতের মাটিতে সেটি আরও বেড়ে যায়। বাংলাদেশও সম্প্রতি নিজেদের মাটিতে দুর্দান্ত খেলছে। তাই আমার মনে হয় উপমহাদেশে সিনিয়র ক্রিকেটারদের অভিজ্ঞতা বেশ কাজে লাগবে। আর বোর্ডের এটা নিয়ে ভাবা উচিৎ। আমি আশা করবো আমাকে আবারো স্কোয়াডে রাখা হবে। সফরে যেতে আমি সম্পূর্ণ প্রস্তুত।

বেল আরও জানান, অবসর নেয়ার আগ পর্যন্ত জাতীয় দলে খেলতে কে না চায়! আমিও তার ব্যতিক্রম নই। তবে, এটা নিয়ে আমি এখনও তেমন কিছু ভাবিনি। নির্বাচকরা কখনওই আমার ফোন সুইচ অফ পাবেন না। সেটা হওয়ার সম্ভাবনাও নেই।

২০০৪ সালে অভিষেকের পর বেল ইংলিশদের রঙ্গীন ও সাদা পোশাকে ছিলেন নিভরযোগ্য ব্যাটসম্যান। ২০১৫ সালের মার্চে ওয়ানডে দল থেকে ছিটকে পড়েন তিনি। আর একই বছর নভেম্বরে সবশেষ টেস্ট খেলেছিলেন জাতীয় দলের হয়ে। ইংলিশদের জার্সি গায়ে ১১৮ টেস্ট আর ১৬১ ওয়ানডে খেলেছেন তিনি।

৩৪ বছর বয়সী বেল ১১ বছরের ক্যারিয়ারে ১১৮ টেস্ট ম্যাচ থেকে ৪২.৬৯ ব্যাটিং গড়ে ২২টি শতক আর ৪৬টি অর্ধশতক হাঁকিয়েছেন। সাদা পোশাকে করেছেন ৭ হাজার ৭২৭ রান। ওয়ানডের ১৫৭ ইনিংস থেকে চারটি শতক, ৩৫টি অর্ধ-শতক হাঁকিয়ে ৩৭.৮৭ ব্যাটিং গড়ে করেছেন ৫ হাজার ৪১৬ রান।

জাতীয় দলে উপেক্ষিত থাকলেও সাম্প্রতিক সময়ে বেলের প্রথম শ্রেণির ক্রিকেটে খুব একটা ভালো সময় কাটেনি। ১৬টি ইনিংসে তার সেঞ্চুরি একটি। তবে, থ্রী-লায়ন্স দলে আবারও সুযোগের কারণ হতে পারে উপমহাদেশের দারুণ রেকর্ড আর অভিজ্ঞতা-এমনটি মনে করেন বেল।

বাংলাদেশ সময়: ১৩১৭ ঘণ্টা, ১৪ সেপ্টেম্বর ২০১৬
এমআরপি
** মরগানের পাশে নতুন দলপতি বাটলার
** বাংলাদেশে আসবেন নাসের হুসাইন
** বাংলাদেশ-ইংল্যান্ড সিরিজে থাকবে ডিআরএস
** মরগানের পথ ধরে বাংলাদেশ সফরে আসছেন না হেলস
** ‘স্নাইপার আর ট্যাংক’ নিরাপত্তা দেবে ইংলিশদের!
**বাংলাদেশ সফরে ইংলিশদের সম্ভাব্য স্কোয়াড
** বাস্তবতাকে মেনেই বাংলাদেশ সফরে আসবেন ব্রড
**দেশের সম্মান নষ্ট করে ঝুঁকিতে পড়ছেন মরগান!
** বাংলাদেশে আসছেন না মরগান, অধিনায়ক বাটলার
** মরগানের না আসার সম্ভাবনাই বেশি
** ‘আইপিএল খেলতে ভারতে গেলে, বাংলাদেশ কেন নয়’
** বাংলাদেশে আসছেন না স্টোকস-মার্ক উড
** বাংলাদেশ সফরে আগ্রহী গ্যারি ব্যালান্স
** বাংলাদেশ সফরে না গেলে জায়গা হারাতে পারেন মরগানরা
** বাংলাদেশ সফরে আসতে চান ক্রিস জর্ডান
** বাংলাদেশ সফর না করলে ঝুঁকিতে থাকবেন মরগান
** বাংলাদেশ সফরে সব ক্রিকেটারকে চান ইংলিশ কোচ
** বাংলাদেশ সফরে ইংলিশদের তৃতীয় স্পিনার ডসন
** বাংলাদেশ সফরে অবশ্যই আসবেন মঈন
** বাংলাদেশ সফরে এখনও অনিশ্চিত মরগান
** লাহোর হামলায় আহত কোচও আসছেন বাংলাদেশে
** বিশ্বাস রেখে বাংলাদেশে আসতে চান বেয়ারস্টো
** বাংলাদেশ সফরে দোটানায় হেলস
** বাংলাদেশের পাশে ইংল্যান্ডের সাবেক ব্যাটসম্যান লোয়ি
** পরিবারের সঙ্গে আলোচনা করেই সিদ্ধান্ত নেবেন প্লাঙ্কেট
** বাংলাদেশ সফর নিশ্চিত করলেন কুক
** বিসিবি-ইসিবিকে ধন্যবাদ জানিয়েছে আইসিসি
** ইনজুরিতে অ্যান্ডারসন-ব্রড, বাংলাদেশ সফরে আশাবাদী
** সফর না করলে ঝুঁকিতে পড়বে ইংলিশ ক্রিকেটাররা
** জাতীয় দলে ব্রাত্য পিটারসেনের অদ্ভুত বার্তা
** প্রতিটি ক্রিকেটারের অংশগ্রহণ চান স্ট্রস
** ইংল্যান্ডের বাংলা সফর, অস্ট্রেলিয়াকে জবাব!
** ‘১৬ কোটি মানুষের দোয়া বৃথা যেতে পারে না’
** ইংল্যান্ড সঠিক সিদ্ধান্ত নিয়েছে: পাপন
** টাইগারদের বিপক্ষে থাকবেন অ্যালিস্টার কুক?
** ইসিবিকে ধন্যবাদ জানালো বিসিবি
** বাংলাদেশ সফরে ইংল্যান্ডের সবুজ সংকেত

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।