ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

ক্রিকেট

মালয়েশিয়া যাচ্ছে সৈয়দপুর ন্যাশনাল ক্রিকেট ক্লাব

উপজেলা করসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৫, ২০১৬
মালয়েশিয়া যাচ্ছে সৈয়দপুর ন্যাশনাল ক্রিকেট ক্লাব

সৈয়দপুর (নীলফামারী): মালয়েশিয়ার রয়্যাল এয়ারফোর্সের আমন্ত্রণে দুইটি একদিনের ও একটি টি-২০ ম্যাচ খেলতে মালয়েশিয়া যাত্রা করছে সৈয়দপুর ন্যাশনাল ক্রিকেট ক্লাব।

বৃহস্পতিবার রাতে (১৫ সেপ্টেম্বর) নীলফামারী-৪ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের বিরোধী দলীয় হুইপ আলহাজ্ব শওকত চৌধুরীর নেতৃত্বে ২০ সদস্যের একটি দল মালয়েশিয়ার পথে রওয়ানা হবে।

আগামী ২১, ২২ ও ২৩ সেপ্টেম্বর রয়্যাল ফোর্স গ্রাউন্ড মাঠে দুইটি একদিনের ম্যাচ ও ক্লাব আমান গ্রাউন্ড মাঠে দিবারাত্রীর একটি টি-২০ ম্যাচ খেলবে ন্যাশনাল ক্রিকেট ক্লাব। অধিনায়কের দায়িত্ব পালন করবেন জাতীয় ‘এ’ দলের সাবেক খেলোয়াড় ও সৈয়দপুর ন্যাশনাল ক্রিকেট ক্লাবের সভাপতি মোঃ হুমায়ুন কবির।

দলের প্রশিক্ষক হিসেবে খ্যাতনামা ক্রিকেটার এস এম শামস ও ম্যানেজার রাকিবসহ যেসব খেলোয়াড় ও কর্মকর্তা মালয়েশিয়া যাবেন তারা হলেন হুমায়ুন কবির, বাংলাদেশ দলের সাবেক খেলোয়াড় মোঃ আশরাফুল, জুগোল রাসেল, হাসু, আরশাদ, নাদিম, জাহিদ, আরজু হোসেন, ইদান, হাসান, নওশাদ ইকবাল (জাতীয় ১৯ দলের খেলোয়াড়), সুমন, নওহিদ এবং দলের নির্বাচক আরমান হোসেন মুন।

বাংলাদেশ সময়: ১৪৪৫ ঘণ্টা, ১৫ সেপ্টেম্বর ২০১৬
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।