ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

ক্রিকেট

অনিশ্চয়তার বেড়াজালে জিম্বাবুয়ের ক্রিকেটাররা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৫, ২০১৬
অনিশ্চয়তার বেড়াজালে জিম্বাবুয়ের ক্রিকেটাররা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

ঢাকা: ম্যাচ ফি পরিশোধের দাবিতে অনুশীলন প্রত্যাহার করেছেন জিম্বাবুয়ান ক্রিকেট বোর্ডের অধীনে থাকা হারারের ক্রিকেটাররা। গেল বছরের জুলাই থেকে জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ডে এই সমস্যাটি চলে আসছে।

ঘটনাটি এমন এক সময় ঘটলো যখন এ মাসের শেষের দিকে পাকিস্তান ‘এ’ ও শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজকে সামনে রেখে দলটির চূড়ান্ত প্রস্তুতিতে ব্যস্ত থাকার কথা ছিল।  

একাধিক সূত্র থেকে জানা যায়, শুধু প্লেয়ারদের বকেয়া বাকি রেখেই ক্ষান্ত হয়নি জিম্বাবুয়ান ক্রিকেট বোর্ড বরং পর্যাপ্ত অর্থের অভাবে হারারের বাইরে থেকে তারা ক্রিকেটার আনতে পারছেন না। সূত্র মোতোবেক টাকার অভাবে অনুশীলন ক্যাম্পে অনুশীলনের জন্য পর্যাপ্ত বল ও নেটেরও অভাব রয়েছে।
 
এদিকে উদ্ভুত পরিস্থিতিতে বেশ বিপাকেই পড়েছেন জিম্বাবুয়ান ক্রিকেটাররা। নাম প্রকাশে অনিচ্ছুক এক ক্রিকেটার জানিয়েছেন, ‘আমরা আর পারছি না। ভীষণ হতাশ ও মানসিক কষ্টের ভেতর দিয়ে দিন কাটাচ্ছি। একের পর এক সমস্যা এখানে লেগেই আছে। ’

বাংলাদেশ সময়: ১৭১৫ ঘণ্টা, ১৫ সেপ্টেম্বর ২০১৬
এইচএল/এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।