ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

ক্রিকেট

আজহারের কাঁধেই পাকিস্তানের নেতৃত্বভার

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৩ ঘণ্টা, সেপ্টেম্বর ১৫, ২০১৬
আজহারের কাঁধেই পাকিস্তানের নেতৃত্বভার ছবি: সংগৃহীত

ঢাকা: ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজে পাকিস্তান ক্রিকেট বোর্ডের নির্বাচকরা ইতোমধ্যেই দল ঘোষণা করেছে। এবার ওয়ানডে দল ঘোষণার পালা।

২৫ সেপ্টেম্বর ওয়ানডে দল ঘোষণা করা হবে।

পাকিস্তানি গণমাধ্যমে ক’দিন ধরেই আলোচনার কেন্দ্রবিন্দু ওয়ানডের দলপতি আজহার আলি। ৫০ ওভারের ম্যাচে পাকিস্তানের নেতৃত্বভার থাকবে তো তার উপর-এমন প্রশ্নে দুইভাগে ছিল দেশটির ক্রিকেট বোর্ড। তবে, একটি সূত্র থেকে জানা যায়, ওয়ানডেতে কোনো পরিবর্তনের আপাতত ইচ্ছে নেই পাকিস্তানি বোর্ডের। বোর্ডের একজন জানান, ক্যারিবীয়দের বিপক্ষে আসন্ন সিরিজে আজহারই থাকছেন পাকিস্তানের দলপতি।

সম্প্রতি ইংল্যান্ডের মাটিতে ৫ ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম চারটিতেই হেরেছে পাকিস্তান। পঞ্চম ও শেষ ম্যাচে জয় পাওয়ায় হোয়াইটওয়াশের লজ্জায় পড়তে হয়নি আজহার আলির দলকে। এরপর থেকে তার নেতৃত্ব নিয়ে প্রশ্ন উঠে। অনেক সাবেক ক্রিকেট তারকা আজহারকে সরিয়ে দিতে মত দিয়েছিলেন।

এদিকে, দলে ফিরেছেন উমর আকমল। যিনি জাতীয় দলে সবশেষ টেস্ট খেলেছিলেন ২০১১ সালে আর ওয়ানডেতে নেমেছিলেন গত বছর মার্চে। ২৬ বছর বয়সী ডানহাতি উইকেটরক্ষক এই ব্যাটসম্যান উপেক্ষিতই ছিলেন ওয়াকার ইউনুস কোচ থাকাকালীন। তবে, দলের প্রধান নির্বাচক ইনজামাম উল হক এবং মিকি আর্থার দলের নতুন কোচ হিসেবে যোগ দেওয়ার পর প্রথমবারের মতো সুযোগ পেলেন আকমল। অপরদিকে উপেক্ষিতই রয়েছেন দেশের হয়ে ৯৮ টি-টোয়েন্টি খেলা শহীদ আফ্রিদি।

দুই বছর আগে নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি খেলা সাদ নাসিম আসন্ন সিরিজের টি-টোয়েন্টি দলে ডাক পেয়েছেন। দলে ডাক পেয়েছেন ফাস্ট বোলার রুম্মান রইস।

আগামী ২৩, ২৪ আর ২৭ সেপ্টেম্বর দুবাই স্টেডিয়ামে বর্তমান টি-টোয়েন্টি বিশ্ব চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খেলবে পাকিস্তান।

পাকিস্তানের টি-টোয়েন্টি দল:
সরফরাজ আহমেদ (অধিনায়ক), শারজিল খান, খালিদ লতিফ, বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান, ইমাদ ওয়াসিম, হাসান আলী, মোহাম্মদ আমির, ওয়াহাব রিয়াজ, সোহেল তানভির, মোহাম্মদ নওয়াজ, শোয়েব মালিক, উমর আকমল, সাদ নাসিম, রুম্মান রইস।

এদিকে, ইংল্যান্ড সফরে টেস্ট ওপেনার সামি আসলাম এবং উমর গুল বাদ পড়তে পারেন বলে জানান পাকিস্তানি বোর্ডের মূখপাত্র। ওয়ানডে স্কোয়াডে ফিরতে পারেন টি-টোয়েন্টি স্কোয়াডে থাকা পেসার রুম্মান রইস এবং উমর আকমল। ইনজুরির কারণে নাও থাকতে পারেন বাঁহাতি পেসার মোহাম্মদ ইরফান এবং ব্যাটসম্যান মোহাম্মদ হাফিজ।

৩০ সেপ্টেম্বর থেকে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজে মাঠে নামবে পাকিস্তান। ক্যাম্পে থাকা ২২ সদস্যের দলটি থেকে ওয়ানডের জন্য ১৫ জনকে নির্বাচন করা হবে বলে জানিয়েছেন পাকিস্তানের প্রধান নির্বাচক ইনজামাম উল হক। তিনি জানান, ২৫ সেপ্টেম্বর পাকিস্তানের ওয়ানডে দল ঘোষণা করা হবে।

বাংলাদেশ সময়: ১৮৫০ ঘণ্টা, ১৫ সেপ্টেম্বর ২০১৬
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।