ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

ক্রিকেট

ভারতের মাটিতে টিম ইন্ডিয়া কঠিন প্রতিপক্ষ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৭ ঘণ্টা, সেপ্টেম্বর ১৫, ২০১৬
ভারতের মাটিতে টিম ইন্ডিয়া কঠিন প্রতিপক্ষ ছবি: সংগৃহীত

ঢাকা: ভারতের মাটিতে টিম ইন্ডিয়াকে হারানো সহজ নয় বলে জানালেন নিউজিল্যান্ডের সিনিয়র ব্যাটসম্যান রস টেইলর। তবে, ভারতের মাটিতে স্বাগতিকদের সিরিজ হারানোর লক্ষ্য নিয়েই মাঠে নামবে সফরকারী কিউইরা এমনটিও জানিয়ে রেখেছেন টেইলর।

সংবাদ সম্মেলনে টেইলরের কাছে জানতে চাওয়া হয়েছিল, সাম্প্রতিক সময়ে কোন দেশে সফরে গিয়ে কন্ডিশন-প্রতিপক্ষকে কঠিন বলে মনে হয়েছে? উত্তরে টেইলর জানান, ‘আমি জানিনা এর সঠিক উত্তর কি হবে। আপনি যদি ভারতের কথা জানতে চান, তাহলে বলবো-নিজেদের মাটিতে ওরা খুবই শক্তিশালী দল। এখানে এসে তাদের হারানো অনেক কঠিন। ’

টেইলর আরও জানান, ‘আমরা ভারতে প্রচুর সিরিজ খেলেছি। খুব বেশি সিরিজ জেতা হয়নি এখানে। এবারের টেস্ট সিরিজটি কঠিন হলেও তা আমাদের জিততে হবে। অ্যাওয়ে ম্যাচে সাদা পোশাকে খেলা অবশ্যই চ্যালেঞ্জ। তবে, আশা করছি এবারের সিরিজটি ভালো খেলেই জিততে পারবো। ’

আগামী ২২ সেপ্টেম্বর কানপুরের গ্রিন পার্কে ভারতের মুখোমুখি হবে সফরকারী নিউজিল্যান্ড। সিরিজের দ্বিতীয় ম্যাচ অনুষ্ঠিত হবে কলকাতায়, ৩০ সেপ্টেম্বর। আর সিরিজের তৃতীয় ও শেষ টেস্টটি অনুষ্ঠিত হবে আগামী ০৮ অক্টোবর, ইনডোরে।

বাংলাদেশ সময়: ২০১৩ ঘণ্টা, ১৫ সেপ্টেম্বর ২০১৬
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।