ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

ক্রিকেট

বাংলাদেশে পুরো সফরে থাকছেন না কুক

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১১ ঘণ্টা, সেপ্টেম্বর ১৬, ২০১৬
বাংলাদেশে পুরো সফরে থাকছেন না কুক ছবি: সংগৃহীত

ঢাকা: ইংল্যান্ডের বাংলাদেশ সফরে টাইগারদের বিপক্ষে অ্যালিস্টার কুককে পাওয়া, না পাওয়া নিয়ে শঙ্কা ছিল। সেই শঙ্কা নিজেই উড়িয়ে দিয়েছিলেন টেস্ট দলপতি।

তবে, বাংলাদেশে পুরো সফরে তাকে দলের সঙ্গে পাচ্ছে না ইংলিশরা।

কুকের ক্ষেত্রে নিরাপত্তার কোনো বিষয় ছিলো না, ইংলিশ সংবাদমাধ্যগুলো জানিয়েছিল ‘কুক যাবেন না একান্তই ব্যক্তিগত কারণে। ’

দ্বিতীয়বারের মতো বাবা হতে চলেছেন কুক। আর এ সময় স্ত্রী অ্যালিসের পাশে থাকার ইচ্ছা আগেই প্রকাশ করেন তিনি। আবার দলের সঙ্গে এশিয়া সফরেও (বাংলাদেশ-ভারত) আসতে চাইছিলেন। গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছিল, পুরো সফর নয়, সফরের শুরুর অংশটিতে না-ও থাকতে পারেন কুক।

সেটিই সত্যি হলো। সফরে এসে ইংলিশদের টেস্ট স্কোয়াডে থাকা দলটি দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে। সাদা পোশাকের দুই দিনের ম্যাচ দুটি অনুষ্ঠিত হবে চট্টগ্রামের এমএ আজিজ স্টেডিয়ামে। ১৪ ও ১৫ অক্টোবর প্রথমটি আর ১৬-১৭ অক্টোবর দ্বিতীয় ম্যাচটি হবে। দুটি ম্যাচের কোনোটিতেই অংশ নেবেন না কুক। একই ভেন্যুতে ২০-২৪ অক্টোবর প্রথম টেস্টে মুশফিক বাহিনীর বিপক্ষে মাঠে নামবেন কুক। ফলে, বাংলাদেশে কয়েকদিন পরেই দলের সঙ্গে যোগ দেবেন তিনি।

খেলোয়াড়দের পূর্ণ স্বাধীনতা দেওয়া হলেও আলোচনায় বারবার এসেছিল কুকের প্রসঙ্গটিই। বাংলাদেশ সফরে গত বছর দক্ষিণ আফ্রিকার এবিডি ভিলিয়ার্স আসেননি সন্তান সম্ভবা স্ত্রীর পাশে থাকার জন্য। অথচ তিনি সেই সফর করলে অভিষেক থেকে টানা ১০০ টেস্ট খেলার বিরল রেকর্ডটা তিনি নিজের করে নিতে পারতেন।

গত বছর অক্টোবরে যুক্তরাষ্ট্রে সন্তান সম্ভবা স্ত্রী শিশি‍রের পাশে ছিলেন সাকিব আল হাসান। স্ত্রীর অনুরোধে দেশের মাটিতে জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজে অংশ নিতে চলে আসেন সাকিব। প্রথম ম্যাচে বল হাতে তুলে নেন পাঁচটি উইকেট। সাকিব দেশের জার্সি গায়ে খেলতে চেয়েছিলেন সিরিজের সব ম্যাচগুলো। কিন্তু, সন্তান সম্ভবা স্ত্রীর পাশে থাকতে আবারো যুক্তরাষ্ট্রের উদ্দেশে ঢাকা ছাড়েন তিনি। ফলে, জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের বাকি ম্যাচগুলো তার খেলা হয়নি।

এছাড়া, ২০০৬ সালে তখনকার ইংলিশ অধিনায়ক অ্যান্ড্রু ফ্লিনটফ দলের প্রয়োজনে ভারত সফরে এসেছিলেন। তার ছেলে কোরির জন্মের সময়ে স্ত্রীর পাশে থাকতে পারেননি ফ্লিনটফ।

বাংলাদেশ সময়: ১৬০৮ ঘণ্টা, ১৬ সেপ্টেম্বর ২০১৬
এমআরপি
** টাইগারদের বিপক্ষে ইংলিশদের দল ঘোষণা
** উপমহাদেশে ফিরতে মরিয়া ইয়ান বেল
** মরগানের পাশে নতুন দলপতি বাটলার
** বাংলাদেশে আসবেন নাসের হুসাইন
** বাংলাদেশ-ইংল্যান্ড সিরিজে থাকবে ডিআরএস
** মরগানের পথ ধরে বাংলাদেশ সফরে আসছেন না হেলস
** ‘স্নাইপার আর ট্যাংক’ নিরাপত্তা দেবে ইংলিশদের!
**বাংলাদেশ সফরে ইংলিশদের সম্ভাব্য স্কোয়াড
** বাস্তবতাকে মেনেই বাংলাদেশ সফরে আসবেন ব্রড
**দেশের সম্মান নষ্ট করে ঝুঁকিতে পড়ছেন মরগান!
** বাংলাদেশে আসছেন না মরগান, অধিনায়ক বাটলার
** মরগানের না আসার সম্ভাবনাই বেশি
** ‘আইপিএল খেলতে ভারতে গেলে, বাংলাদেশ কেন নয়’
** বাংলাদেশে আসছেন না স্টোকস-মার্ক উড
** বাংলাদেশ সফরে আগ্রহী গ্যারি ব্যালান্স
** বাংলাদেশ সফরে না গেলে জায়গা হারাতে পারেন মরগানরা
** বাংলাদেশ সফরে আসতে চান ক্রিস জর্ডান
** বাংলাদেশ সফর না করলে ঝুঁকিতে থাকবেন মরগান
** বাংলাদেশ সফরে সব ক্রিকেটারকে চান ইংলিশ কোচ
** বাংলাদেশ সফরে ইংলিশদের তৃতীয় স্পিনার ডসন
** বাংলাদেশ সফরে অবশ্যই আসবেন মঈন
** বাংলাদেশ সফরে এখনও অনিশ্চিত মরগান
** লাহোর হামলায় আহত কোচও আসছেন বাংলাদেশে
** বিশ্বাস রেখে বাংলাদেশে আসতে চান বেয়ারস্টো
** বাংলাদেশ সফরে দোটানায় হেলস
** বাংলাদেশের পাশে ইংল্যান্ডের সাবেক ব্যাটসম্যান লোয়ি
** পরিবারের সঙ্গে আলোচনা করেই সিদ্ধান্ত নেবেন প্লাঙ্কেট
** বাংলাদেশ সফর নিশ্চিত করলেন কুক
** বিসিবি-ইসিবিকে ধন্যবাদ জানিয়েছে আইসিসি
** ইনজুরিতে অ্যান্ডারসন-ব্রড, বাংলাদেশ সফরে আশাবাদী
** সফর না করলে ঝুঁকিতে পড়বে ইংলিশ ক্রিকেটাররা
** জাতীয় দলে ব্রাত্য পিটারসেনের অদ্ভুত বার্তা
** প্রতিটি ক্রিকেটারের অংশগ্রহণ চান স্ট্রস
** ইংল্যান্ডের বাংলা সফর, অস্ট্রেলিয়াকে জবাব!
** ‘১৬ কোটি মানুষের দোয়া বৃথা যেতে পারে না’
** ইংল্যান্ড সঠিক সিদ্ধান্ত নিয়েছে: পাপন
** টাইগারদের বিপক্ষে থাকবেন অ্যালিস্টার কুক?
** ইসিবিকে ধন্যবাদ জানালো বিসিবি
** বাংলাদেশ সফরে ইংল্যান্ডের সবুজ সংকেত

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।