ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

ক্রিকেট

রোববার থেকে ফের শুরু টাইগারদের অনুশীলন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৮ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০১৬
রোববার থেকে ফের শুরু টাইগারদের অনুশীলন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

ঢাকা: আফগানিস্তান ও ইংল্যান্ডের বিপক্ষে সিরিজকে সামনে রেখে রোববার (১৮ সেপ্টেম্বর) থেকে আবারো শুরু হচ্ছে বাংলাদেশ দলের অনুশীলন ক্যাম্প। ঈদের আগে একটানা টাইগাররা স্কিল অনুশীলন শেষে মাঠে প্রস্তুতি সেরে নেন।

নিজেদের ঝালিয়ে নিতে প্রস্তুতি ম্যাচও খেলেন সাকিব-মুশফিক-সৌম্য-মাশরাফিরা।

এই লক্ষ্যে সিরিজে ডাক পাওয়া ২০ সদস্যের জাতীয় দলের ক্রিকেটাররা মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুশীলন ক্যাম্পে সকাল ৯টায় হেড কোচ হাথুরুসিংহের কাছে রিপোর্ট করবেন।

টাইগারদের অনুশীলন ক্যাম্পকে সামনে রেখে ছুটি কাটিয়ে শনিবার (১৭ সেপ্টেম্বর) অস্ট্রেলিয়া থেকে ঢাকা পৌঁছেন হাথুরুসিংহে। আর রোববার দলের সাথে যোগ দেবেন বোলিং কোচ কোর্টনি ওয়ালশ ও ট্রেনার মারিও ভিল্লাভারায়ন।
টাইগারদের প্রাথমিক ২০ সদস্যের  স্কোয়াডে আছেন: তামিম ইকবাল, সৌম্য সরকার,  ইমরুল কায়েস, এনামুল হক বিজয়, সাকিব আল হাসান, মাহমুদুল্লাহ রিয়াদ, মোসাদ্দেক হোসেন সৈকত,  মুশফিকুর রহিম, নাসির হোসেন, সাব্বির রহমান,  তাইজুল ইসলাম, মাশরাফি বিন মর্তুজা, শফিউল ইসলাম, তাসকিন আহমেদ,  রুবেল হোসেন, শুভাশীষ রায় চৌধুরী, মেহেদি হাসান মিরাজ, মোশাররফ হোসেন রুবেল, আলাউদ্দিন বাবু ও আল আমিন হোসেন।

বাংলাদেশ সময়: ১৬২৬ ঘণ্টা, ১৭ সেপ্টেম্বর ২০১৬
এইচএল/এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।