ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

ক্রিকেট

ভারতের ৫০০তম টেস্টে থাকবেন সাবেক দলপতিরা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৭ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০১৬
ভারতের ৫০০তম টেস্টে থাকবেন সাবেক দলপতিরা ছবি: সংগৃহীত

ঢাকা: টেস্ট ক্রিকেটের ইতিহাসে নিজেদের ৫০০তম ম্যাচ খেলতে নামবে টিম ইন্ডিয়া। আগামী ২২ সেপ্টেম্বর কানপুরে সফরকারী নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে বিরাট কোহলির দল।

দলটির কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন সাবেক টেস্ট দলপতি অনিল কুম্বলে।

আর ভারতের ঐতিহাসিক এ ম্যাচ উপলক্ষে ভারতের সাবেক দলপতিদের এক করতে চলেছে দেশটির ক্রিকেট বোর্ড, বিসিসআই।

কানপুরের গ্রিন পার্ক স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ম্যাচটি। ভারতের জন্য এই বিশেষ মুহূর্তটিকে স্মরণীয় করে রাখতে তাই বিশেষ উদ্যোগ নেয় বিসিসিআই। এ প্রসঙ্গে উত্তর প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট রাজীব শুকলা জানান, ‘বিসিসিআই ঐ এই ম্যাচটি নিজেদের জন্য স্মরণীয় করে রাখতে চায়। গ্রিন পার্ক প্রস্তুত সাবেক কিংবদন্তি দলপতিদের বরণ করে নিতে। ’

সাবেক অধিনায়কদের মধ্যে শচীন টেন্ডুলকার, দিলীপ ভেঙ্গসরকার, কপিল দেব, রবি শাস্ত্রী, সুনীল গাভাস্কার, সৌরভ গাঙ্গুলী, ভিরেন্দর শেওয়াগ, কৃষ্ণমাচারি শ্রীকান্ত এবং মোহাম্মদ আজাহারউদ্দিন কানপুরের আমন্ত্রণে উপস্থিত থাকার বিষয়টি চূড়ান্ত করেছেন বলে জানিয়েছেন রাজীব শুকলা।

তবে, নিমন্ত্রিত থাকলেও অসুস্থ হওয়ায় অজিত ওয়াদেকর উপস্থিত থাকতে পারছেন না।

এদিকে, মোহাম্মদ আজাহার উদ্দিনকে প্রথমত নিমন্ত্রণ করা হয়নি বলে জানা যায়। ম্যাচ গড়াপেটার সঙ্গে জড়িত থাকার দায়ে নির্বাসিত হওয়া আজাহারকে গ্রিন পার্ক টেস্টে প্রথমে আমন্ত্রণ জানানো হবে না বলে বোর্ড সূত্রে জানানো হয়েছিল। তবে, শেষ পর্যন্ত নিজেদের অবস্থান থেকে সরে আসে বিসিসিআই। ভারতীয় দলের ৫০০তম টেস্টে দেশের জীবিত সব সাবেক অধিনায়কের সঙ্গে আজাহারকেও আমন্ত্রণ জানানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭৫৫ ঘণ্টা, ১৭ সেপ্টেম্বর ২০১৬
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।