ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

ক্রিকেট

কৃত্রিম আলোয় টাইগারদের ব্যাট-বলের অনুশীলন

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৭ ঘণ্টা, সেপ্টেম্বর ১৮, ২০১৬
কৃত্রিম আলোয় টাইগারদের ব্যাট-বলের অনুশীলন ছবি: শোয়েব মিথুন / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: ঈদুল আজহার ছুটি শেষে ফের শুরু হয়েছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের প্রস্তুতি। রোববার (১৮ সেপ্টেম্বর) মিরপুরে বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৭টা অবধি চলে মাশরাফি-মুশফিকদের ব্যাট-বলের অনুশীলন।

ফ্লাডলাইটের আলোয় অনুশীলন করতেই রোববার (১৮ সেপ্টেম্বর) সকাল ৯টার পরিবর্তে বিকাল ৪টায় অনুশীলন শুরুর সিদ্ধান্ত নেন কোচিং স্টাফরা।

আফগানিস্তান ও ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের জন্যই মূলত মিরপুরে প্রস্তুত হচ্ছে বাংলাদেশ দল। এ দুটি সিরিজের জন্য ঘোষিত স্কোয়াডের ২০ ক্রিকেটারই যোগ দেন অনুশীলন ক্যাম্পে। ছিলেন জাতীয় দলের সকল কোচিং স্টাফরা।

দুপুরের পর থেকেই হোম অব ক্রিকেট মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে আসতে শুরু করেন ক্রিকেটার-কোচরা। হেড কোচ চন্ডিকা হাথুরুসিংহে, সহকারী কোচ রিচার্ড হ্যালসল, বোলিং কোচ কোর্টনি ওয়ালশ, ট্রেনার মারিও ভিল্লাভারায়নের সঙ্গে যোগ দেন সাকিব-তামিমদের নবনিযুক্ত ব্যাটিং পরামর্শক থিলান সামারাবীরা।  

ফুটবল খেলে ওয়ার্মআপ, এরপর হাল্কা স্ট্রেচিং। ততক্ষণে প্রস্তুত শের-ই-বাংলা স্টেডিয়ামের মধ্য মাঠের দুটি উইকেট। সাকিব-মুশফিক জুটি বেধে নেমে পড়েন ব্যাটিংয়ে।

পাশের নেটে সৌম্য-ইমরুল জুটি বেধে ব্যাট চালান। দুটি নেটেই চোখ রাখেন সামারাবীরা। কখনও বোলিং প্রান্ত আবার কখনো উইকেটের পেছন থেকে মাশরাফি-রুবেল-শফিউল-তাসকিনসহ অন্যান্য বোলারদের দিকে চোখ রাখেন ওয়ালশ।  

আঙ্গুলের ইনজুরি কাটিয়ে তামিম ইকবাল নেটে ব্যাটিং করেন সবার শেষে। প্রায় এক ঘণ্টা ব্যাটিং করেন জাতীয় দলের এ বাঁহাতি ওপেনার।  

আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজের বাকি আর মাত্র এক সপ্তাহ। বাংলাদেশের বিপক্ষে প্রথমবারের মতো দ্বিপাক্ষিক সিরিজ খেলতে আগামী বুধবার (২১ সেপ্টেম্বর) ঢাকায় চলে আসবে আফগানিস্তান ক্রিকেট দল। ২৩ সেপ্টেম্বর বিসিবি একাদশের বিপক্ষে ফতুল্লায় একটি প্রস্তুতি ম্যাচ খেলবে আফগানরা। ২৫, ২৮ সেপ্টেম্বর ও ১ অক্টোবর সিরিজের ম্যাচগুলো মিরপুরে।  

এই সিরিজ দিয়েই দীর্ঘ ১০ মাস পর আবার ওয়ানডে খেলতে নামবে বাংলাদেশ। আফগানদের বিপক্ষে সিরিজ শেষ হওয়ার আগেই ঢাকায় পা রাখবে ইংল্যান্ড। ইংলিশদের বিপক্ষে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু ৭ অক্টোবর।

বাংলাদেশ সময়: ১৯৩৫ ঘণ্টা, ১৮ সেপ্টেম্বর ২০১৬
এসকে/এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।