ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

ক্রিকেট

অনুশীলনে ফিরেছেন জিম্বাবুয়ের ক্রিকেটাররা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৭ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০১৬
অনুশীলনে ফিরেছেন জিম্বাবুয়ের ক্রিকেটাররা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

ঢাকা: ম্যাচ ফি পরিশোধের দাবিতে অনুশীলন প্রত্যাহার করেছিল জিম্বাবুয়ান ক্রিকেট বোর্ডের অধীনে থাকা ক্রিকেটাররা। তবে, বোর্ড ক্রিকেটারদের দাবি মেনে নেওয়ায় তারা আবারো অনুশীলনে ফিরেছেন।

গত বছরের জুলাই থেকে জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ডে একই সমস্যা চলে আসছে। আর এবারের ঘটনাটি এমন এক সময় ঘটে যখন এ মাসের শেষের দিকে পাকিস্তান ‘এ’ ও শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজকে সামনে রেখে দলটির চূড়ান্ত প্রস্তুতিতে ব্যস্ত থাকার কথা ছিল।

হারারেতে জিম্বাবুয়ের অনুশীলন ক্যাম্প চলার কথা থাকলেও তারা সেখানে যোগ দেননি। বোর্ডের চেয়ারম্যান উইলফ্রেড মোকোনদিয়া পরে ক্রিকেটারদের সঙ্গে আলোচনা করে তাদের আশ্বস্ত করেন। তবে, কোন কোন ক্রিকেটার এই দাবিতে সরাসরি যুক্ত ছিলেন তা বোর্ড থেকে গোপন রাখা হয়।
  
এর আগে শুধু প্লেয়ারদের বকেয়া বাকি রেখেই ক্ষান্ত হয়নি জিম্বাবুয়ান ক্রিকেট বোর্ড। বরং পর্যাপ্ত অর্থের অভাবে হারারের বাইরে থেকে তারা ক্রিকেটার আনতে পারছিলেন না। সূত্র মোতোবেক টাকার অভাবে অনুশীলন ক্যাম্পে অনুশীলনের জন্য পর্যাপ্ত বল ও নেটেরও অভাব ছিল।

আপাতত দলটির কোনো প্রধান কোচ নেই। দক্ষিণ আফ্রিকার সাবেক ক্রিকেটার মাখায়া এনটিনির অধীনে ক্রিকেটাররা অনুশীলন করবেন। এর আগেও এনটিনি দলটির অন্তবর্তীকালীন কোচ হিসেবে কাজ করেছেন।

বাংলাদেশ সময়: ১৪০৫ ঘণ্টা, ১৯ সেপ্টেম্বর ২০১৬
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।