ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

ক্রিকেট

‘পাকিস্তানের চেয়ে অনেক নিরাপদ বাংলাদেশ’

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৬ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০১৬
‘পাকিস্তানের চেয়ে অনেক নিরাপদ বাংলাদেশ’ ছবি: সংগৃহীত

ঢাকা: বাংলাদেশের বিপক্ষে ইংল্যান্ডের ১৭ জনের টেস্ট স্কোয়াডে জায়গা পেয়েছেন জাফর আনসারি। ২৪ বছর বয়সী এই ইংলিশ স্পিনিং অলরাউন্ডারের জন্ম পশ্চিম লন্ডনের বার্কলেনে।

তবে, তার বাবা-মা ছিলেন পাকিস্তানে। তার মতে, পাকিস্তানের চেয়ে অনেক নিরাপদ বাংলাদেশ।

ইংলিশদের টেস্ট স্কোয়াডে ডাক পাওয়া এই ইংলিশ অলরাউন্ডার জানান, ‘নিরাপত্তার প্রশ্নে যখন বিষয়টি নিয়ে সকলে চিন্তিত ছিল, তখন আমাদের নিরাপত্তা দল খুব ভালো কাজ করেছে। তাদের প্রতি আমরা আস্থা রাখছি। আর সাদা পোশাকের স্কোয়াডে আমাকে জায়গা করে দেওয়ায় ক্রিকেট বোর্ড ও নির্বাচকদের কাছে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি। ’

পাকিস্তানি বংশোদ্ভূত হয়েও পাকিস্তানের চেয়ে বাংলাদেশকে নিরাপদ ভাবছেন আনসারি। তিনি জানান, ‘আমার বাবা-মা অনেক বছর পাকিস্তানে ছিলেন। পাকিস্তান বিশ্বের বিপদজনক স্থানগুলোর মধ্যে অন্যতম। কিন্তু, বাবা-মা সেখানে খুব একটা সমস্যায় পড়েননি। আর বাংলাদেশ? পাকিস্তান বাংলাদেশের থেকেও ভয়ঙ্কর জায়গা। তাই আমি খুশি মনেই বাংলাদেশ সফরে যেতে পারবো। আমি মনে করি এটাই আমাদের জন্য সঠিক সময় নিরাপত্তার ভয়ে গুটিয়ে না থাকা। কঠিন সময়ে তাদের (বাংলাদেশ) পাশে দাঁড়ানো উচিৎ। ’

বাংলাদেশ সময়: ১৮৩৩ ঘণ্টা, ১৯ সেপ্টেম্বর ২০১৬
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।