ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

ক্রিকেট

আফ্রিদির সঙ্গে বিদায় চান না আজমল

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৪ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০১৬
আফ্রিদির সঙ্গে বিদায় চান না আজমল ছবি:সংগৃহীত

ঢাকা: জাতীয় দলকে এখনই বিদায় বলতে চান না পাকিস্তানের রহস্যময়ী স্পিনার সাঈদ আজমল। তাইতো পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) বিদায়ী ম্যাচের প্রস্তাবে ‘না’ সূচক মন্তব্য করলেন এক সময়ের বোলিং র‌্যাংকিংয়ের শীর্ষে থাকা এ তারকা।

পাকিস্তানের সংবাদ মাধ্যম ডনকে দেওয়া এক সাক্ষাতকারে আজমল জানান, ‘এই মুহূর্তে ওয়ানডে ও টি-টোয়েন্টি ক্রিকেটকে বিদায় বলার কোনো ইচ্ছেই আমার নেই। আমি এখন দলে ফিরতে কঠোর পরিশ্রম করছি আর ন্যাশনাল টি-২০ কাপেও আমি ভালো পারফরম্যান্স করেছি। ’

এর আগে পিসিবি’র নির্বাহী কমিটির চেয়ারম্যান নাজাম শেঠি এক টুইটের মাধ্যমে জানান, আফ্রিদি ও আজমলকে একটি চ্যারিটি ম্যাচের মধ্যদিয়ে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলার সুযোগ করিয়ে দেওয়া হবে।

সর্বশেষ ন্যাশনাল টি-২০ কাপে সর্বোচ্চ উইকেট শিকারি হয়েছিলেন আজমল। যেখানে তিনি ৯ ম্যাচে ৬.২৮ ইকোনোমিতে ১১ গড়ে ২০টি উইকেট নিয়েছিলেন। আর পাকিস্তানের হয়ে ৩৫ টেস্ট ও ১১৩টি ওয়ানডে খেলা আজমল জানান, বোর্ডের উচিৎ আমাকে দ্বিতীয়বার সুযোগ দেওয়া, যেভাবে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড সুনিল নারাইনকে দিয়েছিল।

বাংলাদেশ সময়: ১৫৩০ ঘণ্টা, ২০ সেপ্টেম্বর, ২০১৬
এমএমএস

**ফিরতে মরিয়া ‘বুমবুম’ আফ্রিদি, নাছোড়বান্দা পিসিবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।