ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

ক্রিকেট

তাসকিন-সানির বোলিং পরীক্ষা

ইতিবাচক ফলাফলের আশায় বিসিবি

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০১৬
ইতিবাচক ফলাফলের আশায় বিসিবি ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

ঢাকা: ব্রিসবেন ন্যাশনাল ক্রিকেট সেন্টারের ল্যাবে তাসকিন আহমেদ ও আরাফাত সানি বোলিং পরীক্ষা দিয়েছেন গত ৮ সেপ্টেম্বর। পেরিয়েছে ১২ দিন।

বিসিবির আশা পরীক্ষার দুই সপ্তাহের মাথায়ই পাওয়া যাবে এ দুই বোলারের অ্যাকশন পরীক্ষার ফলাফল। সেক্ষেত্রে আগামী ২-৩ দিনের মধ্যেই জানা যাবে তাসকিন-সানির বোলিং অ্যাকশন বৈধ না অবৈধ।

ক্রিকেটপ্রেমীদের আশা বৈধতার সার্টিফিকেট নিয়ে দু’জনই আবার ফিরবেন আন্তর্জাতিক ক্রিকেটে। এমন আশা নিয়ে অপেক্ষায় বিসিবিও। বিসিবি পরিচালক ও বোলিং অ্যাকশন রিভিউ কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস বেশ আশাবাদী তাসকিন-সানির ফলাফল ইতিবাচকই হবে।  

এ ব্যাপারে তার যু্ক্তি, ‘অনেক সময় নিয়ে তাসকিন-সানিকে পাঠিয়েছি। তারা অনেক সময় নিয়ে এখানে বিভিন্ন কোচের অধীনে কাজ করেছে। কোচরা সবাই সন্তুষ্ট ছিল। কারও কাছ থেকে নেতিবাচক কোনো কথা আমরা শুনিনি। ইতিবাচক ছিল সবাই। বুঝে-শুনেই কিন্তু আমরা তাদের অস্ট্রেলিয়া পাঠিয়েছি পরীক্ষার জন্য। ’

‘আমরা আশা করছি ২-১ দিনের মধ্যেই হয়তো ফলাফল জানতে পারবো। ইতোমধ্যে ১২ দিন হয়ে গেছে তাদের পরীক্ষার। ১৪ দিনের মাথায় তাদের রেজাল্ট পাওয়ার কখা। আফগানিস্তান সিরিজের আগে, ২২-২৩ তারিখের মধ্যে ফলাফল হয়ে যাওয়া উচিত। ’-যোগ করেন জালাল ইউনুস।

ভারতে গত টি-টোয়েন্টি বিশ্বকাপের সময় অবৈধ বোলিং অ্যাকশনের অভিযোগ ওঠে তাসকিন ও সানির বিরুদ্ধে। পরে চেন্নাইয়ের ল্যাবে পরীক্ষায় আম্পায়ারদের সন্দেহ সত্যি প্রমাণিত হলে তাসকিন-সানি আন্তর্জাতিক ক্রিকেটে বোলিং নিষেধাজ্ঞায় পড়েন।  

বাংলাদেশ সময়: ১৭২৩ ঘণ্টা, ২০ সেপ্টেম্বর ২০১৬
এসকে/এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।