ঢাকা: ভারতীয় ক্রিকেট দলের নির্বাচক প্যানেলের চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হলেন সাবেক উইকেটরক্ষক-ব্যাটসম্যান এমকেএস প্রসাদ। মুম্বাইয়ে বিসিসিআইয়ের ৮৭তম বার্ষিক সভায় সন্দীপ পাতিলের উত্তরসূরি হিসেবে যোগ দিলেন প্রসাদ।
এর আগে গত বছরের নভেম্বরে পাতিলের অধীনে নির্বাচক প্যানেলেও কাজ করেছিলেন প্রসাদ। তবে এবার তারই অধীনে পাঁচ সদস্যের কমিটিতে অন্যরা হলেন, সারানদীপ সিং, গগন খোদা, দিভাং গান্ধি ও জতিন পরানজিব।
আগামী ৯ নভেম্বর থেকে ইংল্যান্ডের বিপক্ষে ভারতের ঘরের মাঠে পাঁচ ম্যাচ টেস্ট সিরিজের সময়ই নিজেদের প্রথম কাজ শুরু করবেন প্রসাদের অধীনে প্যানেল।
সভায় আরও জানানো হয় ভারতের জুনিয়র নির্বাচক কমিটির চেয়ারম্যান হয়েছেন সাবেক পেসার ভেঙ্কাটেস প্রসাদ। আর তার সঙ্গে নতুন হিসেবে কাজ করবেন আমিত শর্মা, গায়ানেন্দ্রা পান্ডে ও আশিস কাপুর। তবে রাকেশ পারিখ আগের প্যানেলে থাকলেও এবারও থাকছেন।
এদিকে অজয় শিখরে বিসিসিআইয়ে সেক্রেটারি হিসেবে নিযুক্ত হয়েছেন। যদিও এই পদে তিনিই একমাত্র প্রতিদ্বন্দ্বী ছিলেন। আর বোর্ড প্রেসিডেন্ট আনুরাগ ঠাকুর বিসিআইয়ের হয়ে আইসিসি’র সঙ্গে যোগাযোগের কাজটি করে যাবেন।
বাংলাদেশ সময়: ১৫৫৩ ঘণ্টা, ২১ সেপ্টেম্বর, ২০১৬
এমএমএস