ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

বিপিএলের সম্প্রচার স্বত্ব চ্যানেল নাইনের কাছেই

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৪ ঘণ্টা, সেপ্টেম্বর ২১, ২০১৬
বিপিএলের সম্প্রচার স্বত্ব চ্যানেল নাইনের কাছেই

ঢাকা: বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ক্রিকেটের সম্প্রচার স্বত্ব হারাচ্ছে চ্যানেল নাইন, নতুন চ্যানেলে দেখা যাবে বিপিএলের চতুর্থ আসর-এমনটাই শোনা যাচ্ছিল গেল কয়েকদিন ধরে। তবে বিসিবির দেয়া সব শর্ত মানায় ও বকেয়া পরিশোধ করায় ৪ নভেম্বর থেকে শুরু হতে যাওয়া বিপিএলের চতুর্থ আসরে সম্প্রচার স্বত্ব থাকছে এ চ্যানেলটির কাছেই।

বুধবার (২১ সেপ্টেম্বর) মিরপুরে বিপিএল গভর্নিং কাউন্সিলের সভা শেষে সংবাদমাধ্যমকে এ তথ্য জানানো হয়। বিপিএল গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান আফজাল-উর-রহমান সিনহা বলেন, আমাদের সকল শর্ত মেনে নেয়ায় চ্যানেল নাইনই পাচ্ছে সম্প্রচার স্বত্ব। ’

চ্যানেল নাইন চতুর্থ আসরের স্বত্ব পেলেও বিপিএলের পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আসরের জন্য নতুন করে টেন্ডার আহবান করা হবে বলে জানান তিনি।
 
বিপিএলের ম্যাচগুলো সম্প্রচারের জন্য চ্যানেল নাইনের সঙ্গে ছয় বছরের চুক্তি করে বিসিবি। এর মধ্যে বিপিএলের প্রথম তিন আসর সম্প্রচার করেছে চ্যানেলটি। চুক্তি অনুযায়ী বকেয়া পরিশোধ না করায় এবার সম্প্রচার স্বত্ব হারাতে বসেছিল চ্যানেলটি। তবে শেষমেষ বকেয়া পরিশোধ ও শর্ত  মেনে নেয়ায় এবারের আসর দেখা যাবে চ্যানেল নাইনের পর্দাতেই।
 
আগামী ৪ নভেম্বর থেকে শুরু হবে বিপিএলের চতুর্থ আসর। ৭ ডিসেম্বর নামবে পর্দা। অংশ নেবে সাতটি দল। ঢাকা ও চট্টগ্রামে হবে ম্যাচগুলো।

বাংলাদেশ সময়: ১৭১০ ঘণ্টা, ২১ সেপ্টেম্বর, ২০১৬
এসকে/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।