ঢাকা: কলম্বোয় গাড়ি দুর্ঘটনার জেরে শ্রীলঙ্কান অলরাউন্ডার রামিথ রাম্বুকওয়েলাকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) ভোরে গাড়ি চালানোর সময় তা নিয়ন্ত্রণ হারিয়ে একটি স্কুলের দেয়ালে ধাক্কা দেয়।
ইএসপিএন ক্রিকইনফো’তে প্রকাশিত খবরে বলা হচ্ছে, পরবর্তী ৪৮ ঘণ্টার মধ্যে রাম্বুকওয়েলাকে আদালতে হাজির করা হবে। পুলিশের পক্ষ থেকে অভিযোগ করা হয়, মাতাল অবস্থায় গাড়ি চালানোর কারণেই এমন দুর্ঘটনা ঘটেছে। এদিকে, অন্য একটি সূত্রের দাবি, ইতোমধ্যেই নাকি জামিন পেয়ে গেছেন তিনি।
এর আগে ২০১৩ সালের জুলাইয়ে উদ্ভট কাণ্ড ঘটিয়ে শৃঙ্ক্ষলা ভঙ্গ করেছিলেন তিনি। সেবার ওয়েস্ট ইন্ডিজ সফর শেষে ‘এ’ দলের সঙ্গে সেন্ট লুসিয়া থেকে লন্ডনের গ্যাটউইক বিমানবন্দরে ফেরার সময় বিমানের কেবিনের দরজা খোলার চেষ্টা করে বসেন। যা ছিল ৩৫ হাজার ফিট উচ্চতায়! পরে তাকে এ ধরনের আচরণের জন্য কঠোরভাবে সতর্ক করার পাশাপাশি জরিমানা করা হয়। এছাড়াও অনূর্ধ্ব-১৯ টিমে থাকার সময় তার আরও ডিসিপ্লিনারি সমস্যা ছিল।
শ্রীলঙ্কার জার্সি গায়ে এখন পর্যন্ত মাত্র দু’টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন ২৫ বছর বয়সী রাম্বুকওয়েলা। ২০১৩ সালের নভেম্বরে নিউজিল্যান্ডের বিপক্ষে অফস্পিন অলরাউন্ডার হিসেবে তার আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক ঘটে। এ বছরের জুলাইয়ে লঙ্কানদের ইংল্যান্ড সফরের স্কোয়াডে পুনরায় ডাক পান।
বাংলাদেশ সময়: ১৯৪২ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০১৬
এমআরএম